সিলেট ব্যুরো:
সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ বলেছেন, খেলাধুলা শারীরিক ও মানসিক বিকাশে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নিয়মিত খেলাধূলার চর্চা করলে আমাদের শরীর যেমন ফিট থাকে, তেমনি বিভিন্ন রোগবালাই থেকেও বেঁচে থাকা যায়। তিনি আরো বলেন, রাষ্ট্রীয় ও পেশাগত দায়িত্বের পাশাপাশি সুস্থ্য বিনোদন ও শরীরচর্চার প্রয়োজন রয়েছে। তাই আমাদের আরো বেশি করে এধরনের প্রতিযোগিতার আয়োজন করা উচিত।
তিনি শনিবার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় নগরীর সার্কিট হাউস সংলগ্ন অফিসার্স ক্লাব সিলেটের উদ্যোগে আয়োজিত মহান বিজয় দিবস-২০২৪ উদযাপন উপলক্ষে টেনিস টুর্ণামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
অফিসার্স ক্লাবের সহ-সভাপতি ও সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আনোয়ার উজ জামানের সভাপতিত্বে ও ক্লাব সেক্রেটারি সিলেট জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. আব্দুর রফিকের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন ক্লাবের নির্বাহী সদস্য সামুন মাহমুদ খান, রেজাউল হাসান কয়েস লোদী প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অফিসার্স ক্লাবের কোষাধ্যক্ষ কামাল উদ্দিন, সিনিয়র সদস্য ফালাহ উদ্দিন আলী আহমদ, সৈয়দ রেজাউল হক, ইমরান চৌধুরী, ডা. আরিফ আহমদ রিফা সহ অন্যান্য সদস্যবৃন্দ। পরে প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ বেলুন উড়িয়ে মহান বিজয় দিবস টেনিস টুর্ণামেন্টের উদ্বোধন করেন।