সিরাজদিখানে সেহরীর সময় আগুনে পুরে সব ছাই।
শোভন সারোয়ার :
মুন্সিগঞ্জের সিরাজদিখানে ঘোড়ামারা গ্রামে মোহাম্মদ আজহার আলী মোল্লা পরিবারসহ সেহেরি খেতে উঠেন। খাওয়া-দাওয়া শেষ হওয়ার পরে হঠাৎ ঘরের একপাশে আগুন দেখতে পায়। সাথে সাথে পরিবারসহ ঘর থেকে বেরিয়ে যায় এবং আশেপাশের মানুষকে ডাক দিলে সবাই এসে আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু আগুনের তীব্রতা এত বেশি ছিল যে আগুন নেভানো সম্ভব হচ্ছিল না। সাথে সাথে ফায়ার ফায়ার সার্ভিস কল করলে দমকল বাহিনী এসে দ্রুত পদক্ষেপ নিতে শুরু করে কিন্তু ঘটনাস্থানে পৌঁছাতে সরু রাস্তার কারণে বেশ বেগ পেতে হয়। পরিশেষে দমকল বাহিনী আগুন নেভাতে সক্ষম হয়। সিরাজদিখান ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোঃ আরিফ হোসেনের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয় । ততোক্ষণে পুড়ে ছাই হয়ে যায় পুরো ঘরটি এবং মালছামানা। অনেক কষ্টে অর্জিত ছেলের বিদেশ থেকে পাঠানো ৭০ হাজার টাকা যা ঋণ পরিশোধ এবং ঈদ বাজারেররের জন্য পাঠানো হয়েছিল তাও পুরে ছাই হয়ে যায়। আনুমানিক সাত লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়। বাড়ীর মালিক মোহাম্মদ আজহারমোল্লা বিলাপ করে কেঁদে কেঁদে বলেন আমার সব শেষ।