সিরাজদিখানে ভ্রাম্যমাণ আদালতের বাজার মনিটরিং
সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জের সিরাজদিখানে ভ্রাম্যমাণ আদালতের বাজার মনিটরিং করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার সাব্বির আহমেদ মোবাইল কোর্ট পরিচালনা করেন। বৃহস্পতিবার দুপুরে তালতলা বাজারের কাঁচা বাজার, পিয়াজ, আলু, ডিমের দোকান, মুদি দোকানসহ বিভিন্ন দোকান মনিটরিং করেন। দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে প্রথমিক ভাবে হুশিয়ার করা হয়। বাজার মনিটরিংয়ে সহযোগিতা করেন সিরাজদিখান থানা পুলিশের একটি দল।
এ সময় সাথে ছিলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি জাকারিয়া আহমেদ সাদ, মো. ইয়ামিন শেখ, জুয়েল শেখ, মালখানগর ইউনিয়ন পরিষদ সচিব আমিনুর রহমান, ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক খোরশেদ আলম, বিএনপি নেতা দেলোয়ার হোসেন মোল্লা, তালতলা বাজার জামে মসজিদের সভাপতি আতাউর রহমান তোতা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি জাকারিয়া আহমেদ সাদ, মো. ইয়ামিন শেখ, জুয়েল শেখপ্রমুখ।