মোঃ শাহিনুর রহমান শাহিন, সাতক্ষীরা জেলা প্রতিনিধি:
সাতক্ষীরার পাটকেলঘাটায় ৪ বোতল এলএসডি মাদক এবং ২শত গ্রাম গাঁজা সহ সাইফুল ইসলাম(৩৯) নামে এক মাদক কারবারীকে আটক করেছে পুলিশ। সোমবার রাতে তাকে পাটকেলঘাটা থানার কুমিরা বাসস্ট্যান্ড এলাকা থেকে আটক করা হয়।
আটককৃত সাইফুল ইসলাম যুগিপুকুরিয়া এলাকার মৃত আনছার আলী মোড়লের ছেলে।
পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার নাথ বলেন, মাদক পাচার হচ্ছে এমন খবর পেয়ে কুমিরা এলাকায় অভিযান চালায় থানা পুলিশের একটি টিম। এসময় ৪বোতল এলএসডি ও ২শত গ্রাম গাঁজাসহ ১১ মামলার আসামী সাইফুলকে আটক করা হয়।
তিনি আরো জানান, মাদক কারবারীরদের ভাস্যমতে উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য ৪কোটি ১৬ লক্ষ টাকা। এব্যাপারে থানায় একটি মাদক মামলা হয়েছে। মামলা নং ১৮।