মোঃ শাহিনুর রহমান শাহিন, সাতক্ষীরা জেলা প্রতিনিধি:
সাতক্ষীরা পাটকেলঘাটা থানার মির্জাপুর বকশিয়া দারুস সুন্নাহ ফয়জুল উলুম ইসলামিয়া মাদ্রাসার নব নির্মিত ভবনের ছাদ ঢালাই কাজের শুভ উদ্বোধন বুধবার সকাল ৯ঘটিকায় করা হয়েছে। এসময় মাসিক ভালো কাজ গ্রুপের পক্ষ থেকে আর্থিক অনুদান দেওয়া হয়।
ছাদ ঢালাই কাজের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা মিনিস্টার প্লাজা(এইচ আর গ্রুপের) এমডি ও আনন্দ টিভির সাতক্ষীরা জেলা প্রতিনিধি, বাংলাদেশ প্রেসক্লাব সাতক্ষীরা জেলা শাখার আহবায়ক, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক হাসানুর রহমান হাসান, সাংবাদিক আল আমিন, সাংবাদিক আল মামুন, উক্ত মাদ্রাসার সভাপতি আলহাজ্ব আমজেত মোড়ল ও মুহতামিম মুফতি শরিফুল ইসলাম।
এসময় মাদ্রাসার সার্বিক লেখাপড়া সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন অতিথি বৃন্দ। আলোচনা শেষে মাদ্রাসার ছাদ ঢালাই কাজের শুভ আনুষ্ঠানিক উদ্ধোধন করা হয়। পরিশেষে মাসিক ভালো কাজ গ্রুপের পক্ষ থেকে আর্থিক সহযোগিতা প্রদান করা হয়।