মোঃ শাহিনুর রহমান শাহিন, সাতক্ষীরা জেলা প্রতিনিধি:
সাতক্ষীরা জেলা পুলিশের বিভিন্ন ইউনিট পরিদর্শন করেছেন খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ফিন্যান্স) মোঃ নিজামুল হক মোল্যা।আজ ৪ মে ২০২৪ খ্রিঃ তারিখে খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ফিন্যান্স) মোঃ নিজামুল হক মোল্যা সাতক্ষীরা জেলা পুলিশের বিভিন্ন ইউনিট পরিদর্শন উপলক্ষে সাতক্ষীরা পুলিশ সুপারের কার্যালয় পৌঁছালে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মুহাম্মাদ মতিউর রহমান সিদ্দিকী। এরপর জেলা পুলিশের একটি সুসজ্জিত চৌকস দল তাঁকে “গার্ড অব অনার” প্রদান করেন।
অতিরিক্ত ডিআইজি (অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ফিন্যান্স) প্রথমে পুলিশ সুপারের কার্যালয়ের বার্ষিক পরিদর্শন শেষে সাতক্ষীরা সদর সার্কেল অফিস দ্বি-বার্ষিক পরিদর্শন করেন। সবশেষে অতিরিক্ত ডিআইজি (অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ফিন্যান্স) পাটকেলঘাটা থানা দ্বি-বার্ষিক পরিদর্শন করেন। অতিরিক্ত ডিআইজি (অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ফিন্যান্স) জেলা পুলিশের বিভিন্ন ইউনিট পরিদর্শনের অংশ হিসেবে সকল নথি-পত্র পর্যালোচনা করেন, বিভিন্ন দিক-নির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন এবং পরিদর্শন বহিতে স্বাক্ষর করেন।
পরিদর্শন কালে এ সময় উপস্থিত ছিলেন কমান্ড্যান্ট (পুলিশ সুপার), ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, সাতক্ষীরা মোহাম্মদ বেলায়েত হোসেন,অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ সজিব খান (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মোঃ আমিনুর রহমান (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মীর আসাদুজ্জামান বিপিএম, মোঃ সাজ্জাদ হোসেন, সহকারি পুলিশ সুপার (তালা সার্কেল), বিপ্লব কুমার নাথ, পুলিশ পরিদর্শক(নি:), অফিসার ইনচার্জ, পাটকেলঘাটা থানা,ডিবির ওসি তারেক ফয়সাল ইবনে আজিজ,সাইবার ইনভেস্টিগেশন সেলের প্রধান ইন্সপেক্টর নজরুল ইসলাম সহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসারবৃন্দ।