মোঃ শাহিনুর রহমান শাহিন, সাতক্ষীরা জেলা প্রতিনিধি:
সাতক্ষীরা জেলা আইন-শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২মে) সকাল ১১টায় সাতক্ষীরা সার্কিট হাউজের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবিরের সভাপতিত্বে জেলা আইন-শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির ওই সভা অনুষ্ঠিত হয়। সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মুহাম্মাদ মতিউর রহমান সিদ্দিকী।
সভায় আরও উপস্থিত ছিলেন সাতক্ষীরা ব্যাটালিয়ন ৩৩ বিজিবি অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মো. আশরাফুল হক, এনএসআই-এর উপ-পরিচালক মো. ওয়াসিম উদ্দিন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বিষ্ণুপদ পাল, আনসার ও ভিডিপির জেলা কমান্ড্যান্ট মোরশেদা খানম, এএসপি মো. ফয়সাল তানভীর, র্যাব-৬ এর সাতক্ষীরা ক্যাম্প কমান্ডারসহ জেলা নির্বাচন অফিস এবং ডিজিএফআই-এর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।