হযরতপুর দাখিল মাদরাসা ও এলামনাই এসোসিয়েশনের উদ্যোগে পুনর্মিলনী ও মতবিনিময় সভা
নিজস্ব প্রতিবেদক :
মুন্সিগঞ্জ সিরাজদিখানের অন্তর্গত শেখরনগর ইউনিয়নের হযরতপুর আহমদিয়া দাখিল মাদরাসা ও এলামনাই এসোসিয়েশন উদ্যোগে পুনর্মিলনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
২৯ নভেম্বর শুক্রবার বেলা ৮টায় মাদরাসা মিলনায়তনে মাদরাসার সাবেক ছাত্র আব্দুল আহাদের সঞ্চালনায় ও মাদরাসার শিক্ষক মাওলানা হারুন-উর-রশিদের পরিচালনায় ওই পুনর্মিলনী ও সভা অনুষ্ঠিত হয়।
এলামনাই এসোসিয়েশনের উদ্দেশ্যে মানপত্র পাঠ করেন মাদরাসার শিক্ষক মোঃ রাশেদ।
পুনর্মিলনী এ অনুষ্ঠানে মাওলানা কাজী আফতাবউদ্দিনের কাছ থেকে সম্মাননা গ্রহণ করে এসোসিয়েশনের সভাপতি শরিফুল ইসলাম ও প্রিন্সিপাল মিনহাজ উদ্দিনের কাছ থেকে সম্মাননা স্মারক গ্রহণ করেন এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মুহাম্মাদ ইয়ামিন।
এসময় উপস্থিত ছিলেন মতবিনিময় সভার সভাপতি মাওলানা কাজী আফতাব উদ্দিন, মাদরাসার প্রিন্সিপাল মাওলানা মিনহাজ উদ্দিন, মাওলানা আব্দুল আমীন, মাওলানা মোঃ আকরাম, সেলিম স্যার, রাশেদ স্যার, আজাদ স্যার, আশিক স্যার, বেলাল স্যার, শিক্ষিকা আয়েশা প্রমুখ।
আরো উপস্থিত ছিলেন মাদরাসা কমিটি থেকে বিডিআরের অবসরপ্রাপ্ত কর্মকর্তা জবাব সামছুল হক, প্রাক্তন শিক্ষার্থী সাহাজুদ্দিন সাজু, মোঃ সিরাজসহ অনেকে।
প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে যারা উপস্থিত ছিলেন মোঃ মিলন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী সোনালী ব্যাংকের অফিসার সংগঠনের ভাইস প্রেসিডেন্ট আমিরুল ইসলাম, নূরুল ইসলাম, নুরুজ্জামান, এডভোকেট আব্দুল কাইয়ুম, বরিশাল বিশ্ববিদ্যালয়ের নোমান, ফজলুর রহমান, মোহাম্মাদ আওলাদ, মোজাহার, শাহরিয়ার ফয়সাল, বেলায়েত, কাউসার, হেমায়েত উদ্দিন, রানা হুসাইন, মোহাম্মাদ আরাফাত।
আরো উপস্থিত ছিলেন হাফিজুর রহমান ইমন, তৌহিদুল ইসলাম, কাউসার, নাজমুল হক, মোঃ খলিল, মোঃ মিজান, সালাহউদ্দিন, নাসরুল্লাহ, রামিন, আল-আমীন, নাসির উদ্দিন, আব্দুল কারিম, আল-আমীন-১৪ কাউসার, রিয়াদ, মোহাম্মাদ বাইজিদ, সালমান, সাইফুল ইসলাম, ইমরান, ইজাজুল হকসহ অনেকে।
মাদরাসার মুহতামিম মিনহাজ উদ্দিনের দোয়ার মাধ্যমে প্রায় সাড়ে বারটার দিকে অনুষ্ঠানটি শেষ হয়।