1. admin@atvnews24.com : admin : Ashraf Iqbal
  2. asifbadhon43@gmail.com : Asif Badhan : Asif Badhan
  3. smshorifgz@gmail.com : Shorif Gazi : Shorif Gazi
রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ১১:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
সিলেটে শেষ হলো দুই দিনব্যাপী হাছন উৎসব ছেলে আর ফিরবে না, তবু ভাত নিয়ে অপেক্ষায় মা… মোড়ক উন্মোচিত হলো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ইব্রাহীম নিরবের দ্বিতীয় বই “ভয়তন্ত্র” সিরাজদিখানে কুমারখালী যুব সমাজের উদ্যোগে ফুটবল প্রিমিয়ার লীগ ফাইনাল খেলা ২০২৪ অনুষ্ঠিত সিরাজদিখানে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস পালিত সিলেটের কোম্পানীগঞ্জে মোবাইল চার্জ দেওয়াকে কেন্দ্র করে মাইকে ঘোষণা করে সংঘর্ষ অন্তর্যামীর সন্ধানে সিরিয়া বিজয়ে সিরাজদিখান উপজেলার সাধারণ মুসলিম জনতার আনন্দ মিছিল খেলাধুলা শারীরিক ও মানসিক বিকাশে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে: সিলেটের জেলা প্রশাসক সিরাজদিখানে ২৮ জন এইচএসসি শিক্ষার্থীকে ঝিকুট ফাউন্ডেশনের সংবর্ধনা

মোড়ক উন্মোচিত হলো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ইব্রাহীম নিরবের দ্বিতীয় বই “ভয়তন্ত্র”

এটিভি নিউজ ২৪ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪
  • ৬২ বার পঠিত

মোড়ক উন্মোচিত হলো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ইব্রাহীম নিরবের দ্বিতীয় বই “ভয়তন্ত্র”

নিজস্ব প্রতিবেদক :

মোড়ক উন্মোচিত হলো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ও সমন্বয়ক ইব্রাহীম নিরবের দ্বিতীয় বই “ভয়তন্ত্র”, ৮০ পেজের ভিন্নধর্মী এই কাব্যগ্রন্থটি সাজানো হয়েছে ৭১টি কবিতা দিয়ে। উঠে এসেছে একদম চোখের নিকটে বসবাস করা উপমাগুলো। বইতে পাবেন হাইপার রিয়েলস্টিক ও সুররিয়ালিজম ধারায় প্রকৃতি-প্রেম-বিরহের স্বাদ, ঠিক তেমনি পাবেন দুর্নীতি-অন্যায়-ধর্ম।

শেখ বোরহানুদ্দীন পোস্ট গ্রাজুয়েট কলেজ প্রাঙ্গণে এক আড়ম্বরপূর্ণ আয়োজনে উন্মোচিত হয় বইটির মোড়ক। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি ইব্রাহীম নিরবের শ্রদ্ধেয় জননী ময়না আক্তার নিপা। স্বাগত বক্তব্য রাখেন বইমই প্রকাশনীর প্রকাশক ইমদাদুল হক। এছাড়াও আলোচনা করেন অর্থনীতি সহকারী অধ্যাপক ও বিভাগীয় চেয়ারম্যান নুসাফা ইয়াসমিন, কবি, সাংবাদিক ও গবেষক কাজল রশীদ শাহীন, কবি, সাংবাদিক ও গবেষক ইমরান মাহফুজ এবং লেখক ও সাংবাদিক আবিদ আজম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেখ বোরহানুদ্দীন পোস্ট গ্রাজুয়েট কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর নুরুল হক।

বইটি নিয়ে ইব্রাহীম নিরব বলেন, এসব আঁকাবাঁকা শব্দগুলোকে বারবার হোঁচট খেতে হয়েছে। থামিয়ে দেওয়ার জন্য কতশত বাঁধা এসেছিল ইয়াত্তা নেই। এত চড়াই-উৎরাই পেরিয়ে এগুলো কবিতা হতে পেরেছে কি না তার বিচার আপনারাই করুন। প্রতিটি শব্দে চেয়েছি চোখের খুব নিকটে বসবাসরত চিরচেনা উপমার সমান্তরালে আবদ্ধ করে সুবিশাল মনোজগতের আনুষঙ্গিক বিষয়গুলোকে সামনে নিয়ে আসতে। এখানে যেমন পাবেন প্রকৃতি-প্রেম-বিরহের স্বাদ, ঠিক তেমনি পাবেন দুর্নীতি-অন্যায়-ধর্ম…..

কবিতা পড়তে না ভালোবাসলেও এই বইটা আপনার জন্যই, প্রতিটি কবিতায় চেয়েছি চোখের খুব নিকটে বসবাসরত চিরচেনা দৃশ্যগুলো তুলে ধরার। পাওয়া যাবে বইমই বুকশপ, রকমারি.কম ও বুকমার্ক.কম সাইটে।

কবিতা সম্পর্কে বলেন, বর্তমান সময়ের বিশাল অংশ কবিতার প্রতি আগ্রহ হারিয়ে ফেলছে। কবিতা গভীর অর্থবহ জিনিস, বুঝতে অনেক শ্রম দিতে হয়, পাঠকেরা দিতে চায় না বলেই আজ কবিতার কদর কমেছে। সাহিত্য আসলে যে পথ দিয়ে যেতে চায়, পাঠক সে পথ হারিয়ে ফেলেছে।

তারা কবিতার ভাষা, ছন্দ কঠিন মনে করে পড়তে চায় না। আমার বইতে সহজ, সরল, সাবলীল ভাষা ব্যবহারের মাধ্যমে চেষ্টা করেছি চোখের খুব নিকটের উপমাগুলো তুলে ধরতে। আশা করি পাঠক খুব সহজে বুঝতে পারবে এবং কাব্যের প্রতি তাদের ভালোবাসা ফিরে পাবে। তবে জটিলতা কিন্তু থাকবেই।

৩০০টাকা মুদ্রিত মূল্যের বইটি প্রকাশ করেছেন, প্রকাশক ইমদাদুল হক। প্রচ্ছদ এঁকেছেন বর্তমান সময়ের জনপ্রিয় প্রচ্ছদশিল্পী পরাগ ওয়াহিদ। পৃষ্ঠাবিন্যাস করেছেন রওনাকুর রহমান এবং মুদ্রণে এসএ প্রিন্টার্স।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর