সিরাজদিখানে ছাত্র ও জনতার সচেতনতায় প্রচারণা
নিজস্ব প্রতিবেদক : শুক্রবার (৯ আগস্ট) সকাল থেকে সিরাজদিখানে ছাত্র ও জনতার সচেতনতায় প্রচারণা কর্মসূচি বাস্তবায়ন করে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় পরিষদের ঘোষিত সারাদেশের কর্মসূচির অংশ হিসেবে ও মেজর সিফাত আলমের দিকনির্দেশনায় সিরাজদিখানে জনসচেতনতায় এ কর্মসূচি।
এসময় উপস্থিত ছিলেন নাগরিক সমাজ সিরাজদিখান টিমের ফাহাদ, শাহিদুল হাসান শাওন, রাকিব হাসান জিসান, মো. ইমরান হোসাইন, মো. ইকরাম, মো. জহির রায়হান, আসিফ বাধন, সাইদুল ইসলাম, মো. মইনুদ্দিন, মাহবুবুর রহমান রনি, মেহেদি হাসান, জোনায়েদ, শান্ত রহমান, মো. জহির, মো. মাসুদ, মো. শাওন প্রমুখ।
এছাড়াও সিরাজদিখানের আনসার বাহিনী উপস্থিত ছিলেন।
সমন্বয়ক আশরাফ ইকবাল বলেন আমরা সিরাজদিখানে আইনশৃঙ্খলা পরিস্থিতির স্বাভাবিকের জন্য সেনাবাহিনী ও স্থানীয় প্রশাসনকে সহযোগিতা করবে। কেন্দ্রীয় পরিষদের সাথে সমন্বয় করে সিরাজদিখানের সন্ত্রাসী কার্যক্রম প্রতিহত করা হবে। তিনি আরো বলেন, কোনো সংখ্যালঘুর বাড়ি ও মন্দিরে যাতে হামলা না হয় সেদিকে নজর রাখছি।