নিজস্ব প্রতিবেদক : সিরাজদিখানের বালুচরের আলোচিত মজিবর রহমানের হত্যাকারীদের ফাঁসির দাবিতে এলাকাবাসীর মানববন্ধন সম্পন্ন। শনিবার (২০ এপ্রিল) সিরাজদিখানের চর পানিয়া গ্রামের সড়কে ১১ টায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় মানববন্ধনে উপস্থিত ছিলেন বালুচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী আওলাদ হোসেন, নিহতের মামা ইসলাইল, জোবায়েল, বোরহান, চাচা সালাম, ফেরদৌস, অলি, মুজাম্মেল, মনির, সাইফুল আরফিন, শহিদুল্লাহ, আমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মানববন্ধনে খুনি জহির, মাহবুব ও রিয়াজুলে ফাঁসি চাই লেখা ছবি সম্বলিত শত শত প্লেকার্ড দেখা যায়।
৫ বছরের শিশু।
যে বয়সে তার অন্য শিশুদের সাথে খেলে বেড়ানোর সময়, সেই বয়সে বড়দের সাথে মানববন্ধনে দাঁড়িয়েছে। সেটিও নির্মম এক উপলক্ষে "বাবা হত্যার বিচার চাই" ব্যানার নিয়ে। সিরাজদিখান উপজেলার চর-পানিয়া গ্রামের মুজিবর হত্যার বিচারের দাবিতে শনিবার সকাল ১১ টায় আয়োজিত মানববন্ধনে তার শিশুসন্তান মুসতাকিমের উপস্থিতিতে তৈরি হয়েছে এমনই এক আবেগঘন দৃশ্য। (তাসিন মাহমুূদ)