নিজস্ব প্রতিবেদক: মুন্সীগঞ্জের সিরাজদিখানে মুন্সীগঞ্জ ১ আসনে এমপি আলহাজ্ব মহিউদ্দিন আহম্মেদ কে নিয়ে যোগাযোগ মাধ্যমে উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক হাজী আবু বক্কর সিদ্দিক এর অশালীন উস্কানিমূলক কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়ার প্রতিবাদে আসন্ন উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুলাহ আল জাদিদ ইরান এর সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সে উপজেলার বালুচর ইউনিয়নের কালীনগর গ্রামের মরহুম শামসুল ইসলামের ছেলে।
শুক্রবার ১২ এপ্রিল দুপুর ২ টার দিকে উপজেলার ইছাপুরা ইউনিয়নের চৌরাস্তা সংলগ্ন সোলস কিচেন মিনি চাইনিজ রেস্তোরাঁয় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে আব্দুলাহ আল জাদিদ ইরান বলেন,আসালামুআলাইকুম প্রিয় আমার উপজেলাবাসী ১ মাস সিয়াম সাধনার পরে পবিত্র ঈদুল ফিতর উদযাপনের শুভেচ্ছা, আসা রাখি সবাই ভালো আছেন।এমন সময় খুবই দুঃখের সহিত জানানো যাইতেছে এই যে বিগত কয়েক দিন যাবত যোগাযোগ মাধ্যমে মাননীয় এমপি আলহাজ্ব মহিউদ্দিন আহম্মেদ কে নিয়ে উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক হাজী আবু বক্কর সিদ্দিক এর কিছু উস্কানি মুলক অশালীন বক্তব্য আমার দৃষ্টিগোচার হয়েছে আমি এর তীব্র নিন্দা যাপন করছি।হাজী আবু বক্কর সিদ্দিক দ্রুত এ বক্তব্য প্রত্যাহার করে সম্মানিত এমপি আলহাজ্ব মহিউদ্দিন আহমেদের কাছে ক্ষমাপ্রার্থনা করার আহ্বান জানাচ্ছি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আ. মোতালীব, মো. শহিদুল্লাহ মুন্সী, মো. কদম আলী, আলী আকবর চৌধুরী, আরিফ মুন্সী, আল আমিন মুন্সী।