মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুর প্রতিনিধি:
শেরপুরের শ্রীবরর্দীতে গোয়েন্দা পুলিশের অভিযানে ৫০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ এক ইউপি সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে শেরপুর পৌর শহরের উত্তর গৌরিপুর এলাকার লিখন সিনেমা হল সংলগ্ন এলাকা থেকে ৫০ পিস ইয়াবাসহ মো. আলম মিয়া (৩৪)নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত মাদক কারবারি শ্রীবরর্দী উপজেলার উত্তর লংগরপাড়া গ্রামের মো.আরজ আলীর ছেলে।
এ বিষয়ে শেরপুর জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ সত্যতা নিশ্চিত করে বলেন,আসামি মোঃ আলম মিয়াকে গ্রেফপ্তার পূর্বক মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।