1. admin@atvnews24.com : admin : Ashraf Iqbal
  2. bandpothik683@gmail.com : Asif Badhan : Asif Badhan
  3. smshorifgz@gmail.com : Shorif Gazi : Shorif Gazi
মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০১:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
১৭ সেপ্টেম্বর মঙ্গলবার ২ ঘন্টার অবস্থান কর্মসূচী সফলে প্রস্তুতি সভা অনুষ্ঠিত মঙ্গলবারের র‌্যালি ও সমাবেশ সফল করার আহবান সিলেট মহানগর বিএনপির সিলেট নগরীর জিন্দাবাজার মুক্তিযোদ্ধা গলির ব্যবসায়ী নিখোঁজ গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের রক্তঝড়া নতুন বাংলাদেশের সমৃদ্ধির দায়িত্ব নবীনদের: বিভাগীয় কমিশনার “আগমনী” “ছলনাময়ী” সিলেট ওসমানী বিমানবন্দরকে প্রকৃত আন্তর্জাতিক বিমানবন্দরে পরিনত করা সময়ের দাবী স্বেচ্ছাসেবক দল নেতার হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করুন : ভিপি মাহবুব হক চৌধুরী শাহজালাল মাজার জিয়ারতের মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা করলো সিলেট মহানগর কৃষক দল গণতন্ত্র হত্যাকারীরা যাতে মাথাচাড়া দিতে না পারে, খেয়াল রাখতে হবে: কাইয়ুম চৌধুরী

শেরপুরে দুই উপজেলায় বিভিন্ন ভোট কেন্দ্র ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শন

এটিভি নিউজ ২৪ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ মে, ২০২৪
  • ৭৯ বার পঠিত

 

মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুর প্রতিনিধি:
সারাদেশের ন্যায় ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে শেরপুর জেলাধীন নকলা ও নালিতাবাড়ী দুই উপজেলার বিভিন্ন এলাকার ভোট কেন্দ্রসমূহের সার্বিক আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থা সরজমিনে পরিদর্শন করা হয়েছে। মঙ্গলবার (২১ মে) সকাল ৮ থেকে জেলায় দ্বিতীয় ধাপে অনুষ্ঠেয় ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ কার্যক্রম ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সরজমিনে পরিদর্শন করেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম ও পুলিশ সুপার মোঃ আকরামুল হোসেন পিপিএম-সেবা।এসময় পরিদর্শনকালে পুলিশ সুপার মহোদয় নির্বাচনী দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা ও কেন্দ্রে অবস্থানরত ভোটারদের সাথে কথা বলেন এবং নির্বিঘ্নে স্বতঃস্ফূর্তভাবে ভোট প্রদানের জন্য উৎসাহিত করেন।
ভোট গ্রহণ অবাধ, সুষ্ঠু,নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে শেরপুর জেলা পুলিশের গোয়েন্দা শাখা ও জেলা বিশেষ শাখার গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।ভোট কেন্দ্রভিত্তিক পুলিশ, আনসার পর্যাপ্ত সংখ্যক মোবাইল, স্ট্রাইকিং ও স্ট্যান্ডবাই পুলিশ মোতায়েন সহ র‍‍্যাব,বিজিবি’র সদস্যরা মোতায়েন রয়েছে।
পাশাপাশি সার্বিক আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষায় ভোটকেন্দ্রের দায়িত্বরত সকল অফিসার ও ফোর্সকে সর্বোচ্চ সতর্কতার সহিত পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের জন্য প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান সহ ভোটকেন্দ্রসমূহরে আশেপাশের এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি সরজমিনে পর্যবেক্ষণ করেন।
অন্যান্যদের মধ্যে পরিদর্শনকালে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ খোরশেদ আলম (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও জেলা রিটার্নিং কর্মকর্তা মুক্তাদিরুল আহমেদ, জেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ আনোয়ারুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ সাইদুর রহমান সহ শেরপুর জেলা পুলিশ ও জেলা প্রশাসনের উধ্বর্তন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর