মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুর প্রতিনিধ:
শেরপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে শেরপুর সদর উপজেলার বলাইয়েরচর ইউনিয়নের দোছরা ছনকান্দা গ্রামে ১২ মে রোববার দুপুর ১ টার দিকে মাদক বিরোধী অভিযান চালিয়ে মোঃ আমির খান ওরফে আমির পাগলা (৩৮) নামে এক মাদক কারবারিকে ৫শ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয়েছে।ধৃত মাদক কারবারি আমির খান ওরফে আমির পাগলা সদর উপজেলার দোছরা ছনকান্দা গ্রামের মোমের আলীর ছেলে।এক গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিপ্তরের পরিদর্শক মোঃ ছিদ্দিকুর রহমানের নেতৃত্বে সহকারি উপ-পরিদর্শক মোঃ মাহবুব আলম, সহকারি উপ-পরিদর্শক উম্মে তাছনিমা সরকার, কং আশরাফুল ইসলামসহ সঙ্গীয় ফোর্সসহ সদর উপজেলার বলাইয়েরচর ইউনিয়নের দোছরা ছনকান্দা গ্রামের মাদক কারবারি মোঃ আমির খান ওরফে আমির পাগলার বশত বাড়িতে মাদক বিরোধী অভিযান চালায়। এসময় মাদক কারবারি মোঃ আমির খান ওরফে আমির পাগলাকে আটক করা হয়। পরে তাকে জিজ্ঞাসাবাদে বশত ঘরের ট্রাংকের মধ্যে রক্ষিত ৫শত গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।এঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোঃ ছিদ্দিকুর রহমান সত্যতা নিশ্চিত করে বলেন,ধৃত মাদক কারবারি মোঃ আমির খান ওরফে আমির পাগলা এক স্বীকারোক্তিতে জানায়, সে দীর্ঘদিন ধরে মাদক ক্রয়-বিক্রয় করে আসছিল। এব্যাপারে শেরপুর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।