মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুর প্রতিনিধি:
শেরপুরে দুইদিনব্যাপী ৪৫ তম জাতীয় বিজ্ঞান মেলা ও প্রযুক্তি সপ্তাহ ৮ ম বিজ্ঞান অলিম্পিয়াড উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
"বিজ্ঞান ও প্রযুক্তি উদ্ভাবনের সমৃদ্ধি " এই স্লোগানকে সামনে রেখে ১১ মে শনিবার সকাল ১১ টার সময়ে শেরপুরে জেলা প্রশাসনের উদ্যোগে ডিসি উদ্যান বিজয় মঞ্চে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে দুই দিনব্যাপী ৪৫ তম জাতীয় বিজ্ঞান মেলা ও প্রযুক্তি সপ্তাহ ৮ম বিজ্ঞান অলিম্পিয়াড এর শুভ উদ্বোধন করেন আলহাজ্ব মোঃ ছানুয়ার হোসেন ছানু, এমপি।এসময় বয়ড়া পরানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকা করুনা দাস কারুয়ারের,সঞ্চালনায় শেরপুর জেলা প্রশাসক মোঃ আবদুল্লাহ আল খায়রুম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর সদর -১আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ ছানুয়ার হোসেন ছানু। বিশেষ অতিথি উপস্থিত ছিলেন শেরপুর জেলা পুলিশ সুপার মোঃ আকরামুল হোসেন পিপিএম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ রাজীব -উল-আহসান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), মোঃ মনিরুল হাসান, বিটিভি ও দৈনিক সমকালের জেলা প্রতিনিধি শেরপুর প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সভাপতি, দেবাশীষ ভট্টাচার্য্য,ইন্ডিপেনডেন্ট টিভির স্টাফ রিপোর্টার ও শেরপুর প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সাধারণ সম্পাদক মোঃ মেরাজ উদ্দিন সহ সরকারি ও বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী,অনলাইন ও ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ার সিনিয়র-জুনিয়র সাংবাদিকেরা,জেলা পর্যায়ে বিভিন্ন স্কুল প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে শেষের দিকে প্রধান অতিথি ও বিশেষ অতিথি গণ জেলা প্রর্যায়ে বিভিন্ন স্কুল প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের প্রায় ৩০টি প্রযুক্তি বিষয়ের ষ্টোল পরিদর্শন করেছেন।