শেরপুরে ছাত্র কল্যান পরিষদের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। ২ মে বৃহস্পতিবার দুপুরে শহরের গৌরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি ছিলেন সদর উপজেলার ভাইস চেয়ারম্যান সাবিহা জামান শাপলা। সংগঠনের সভাপতি রিফাত খানের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক রবিন ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষক সমিতির সভাপতি মুহসীন আলী আকন্দ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান মিজান,শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন, ডায়নামিক আইটির পরিচালক আব্দুস সাত্তার রণি,নাগরিক টিভির শেরপুর জেলা প্রতিনিধি তরিকুল ইসলাম।এসময় বক্তারা কিশোর গ্যাং,বাংলার বিবাহ,মাদক,ইভটিজিং বন্ধ সহ বিভিন্ন বিষয়ে শিক্ষার্থীদের সচেতন করেন। এছাড়াও ঝড়ে পড়া শিক্ষার্থীদের ফিরিয়ে আনা এবং বিভিন্ন সামাজিক কাজে শিক্ষার্থীদের আত্ননিয়োগ করতে উৎসাহিত করা হয়।এসময় বিভিন্ন স্কুলে অধ্যয়নরত সংগঠনের শতাধিক সদস্য উপস্থিত ছিলেন। পরে শেরপুর সদর ও শ্রীবরদী উপজেলা শাখার কমিটি ঘোষণা করেন অতিথিরা।