সিরাজদিখানে কলেজ পড়ুয়া ছাত্রী অপহরণের অভিযোগ
সিরাজদিখান প্রতিনিধঃ
মুন্সীগঞ্জের সিরাজদিখানে বাড়ির সামনে থেকে কলেজ পড়ুয়া অনার্স ১ম বর্ষের ছাত্রীকে (১৬) অপহরণের অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের ফুরশাইল গ্রামে। এ ঘটনায় অপহৃত কলেজ ছাত্রীর বাবা বাদী হয়ে সোমবার রাতে সিরাজদিখান থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযুক্ত আসামীরা হলো, ফুরশাইল এলাকার মাসুদ রানার ছেলে ফাহিম এজাজ (১৮) এছাড়াও অজ্ঞাত পরিচয়ের দুজনের নাম অভিযোগে
উল্লেখ্য করা হয়। বাদীর মেয়ে লামিয়া আক্তার স্থানীয় কলেজের অনার্স ১ম বর্ষের ছাত্রী। কলেজে যাতায়াতের পথে আসামী
ফাহিম এজাজ বাদীর মেয়েকে প্রায় সময় উত্যক্ত করতো এবং প্রেমের প্রস্তাব দিতো। এ বিষয় নিয়ে একবার থানা পুলিশের মাধ্যমে মিমাংসা হয়। যাতে পরবর্তীতে উত্যক্ত না করে।
এতে করে ফাহিম এজাজ ক্ষিপ্ত হয়ে অপর অজ্ঞাত পরিচয়ের আসামীদের যোগসাজশে গত ২২ নভেম্বর শনিবার ১১ টার দিকে বাদীর নিজ বাসার সামনের রাস্তা থেকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়।
এবিষয়ে অভিযোগের তদন্তকারী কর্মকর্তা এসআই রফিকুল ইসলাম জানান, অভিযোগে গুরুত্ব দিয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।