শুভ জন্মদিন সাংবাদিক ও সংগঠক আশরাফ ইকবাল
সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি:
মুন্সিগঞ্জের সিরাজদিখানে দৈনিক সংবাদের সংবাদদাতা থাকাকালীন আশরাফ ইকবাল গ্রাম-বাংলা ঘুরে, রোদ-বৃষ্টি উপেক্ষা করে কঠোর পরিশ্রম করে দূর্নীতির বিরুদ্ধে রুখে দাড়ানোর সাহসিকতা নিয়ে তিনি সংবাদ সংগ্রহ করতেন।
আজ সাংবাদিক আশরাফ ইকবালের শুভ জন্মদিন। ১৯৮৬ সালের ২৯ অক্টোবর মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার লতব্দী ইউনিয়নের কমলাপুর গ্রামে তিনি জন্মগ্রহণ করেন।
সাংবাদিক আশরাফ ইকবাল ‘এটিভিনিউজ২৪’ ও ‘ঝিকুটপত্র’ নামে দুটি অনলাইন নিউজ পোর্টাল ও পত্রিকার সম্পাদক।
সংবাদ সংগ্রহের পাশাপাশি তিনি ফিচার লিখতে পছন্দ করেন।
সাংবাদিকতায় তিনি রেখে চলেছেন অগ্রণী ভূমিকা। যেখানে অন্যায় অত্যাচার, অপরাধ, দুর্নীতি, দুঃশাসন সেখানেই নির্ভীক, সাহসী, এক সাংবাদিকের পদচারণ। যে কোন মূল্যেই তিনি তুলে নিয়ে আসবেন ঘটনার অন্তরালের মূল ঘটনা।
অপরাধ ও অপরাধী যত গভীরেই থাকুক না কেন সেখান থেকেই তিনি তার চতুরতা, একনিষ্ঠ কর্মদক্ষতা দিয়ে টেনে বের করেন লুকানো সেইসব অপরাধীদের। তাদের মন্দ কাজের সকল আমলনামা তুলে ধরেন দেশ ও জাতীর সম্মুখে। সত্যের সন্ধানে রত নির্ভীক সাংবাদিক আশরাফ ইকবাল।
সহজ সরল জীবন ও অন্যায়ের সাথে কখনোই আপোষ করে না যিনি তিনি আর কেউ নন। তিনি এ সময়ের প্রতিবাদী সকলের প্রিয়মুখ আমাদের সিনিয়র সাংবাদিক আশরাফ ইকবাল।
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে পড়াশুনা করে দীর্ঘদিন মুন্সিগঞ্জের সাপ্তাহিক আমাদের বিক্রমপুরে বার্তা সম্পাদক, সাপ্তাহিক খোলা কাগজে স্টাফ রিপোর্টার, দৈনিক মুন্সিগঞ্জের কাগজে সাহিত্য সম্পাদক, মুন্সিগঞ্জ-বিক্রমপুর লেখক ফোরামের সংকলন প্রভাতের সম্পাদক, মাসিক বিক্রমপুর’র ব্যবস্থাপনা সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করেন।
তিনি আইএফসি বাংলাদেশ নদী ও পরিবেশ কমিটি- ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার প্রতিষ্ঠাতা সদস্য, জাতীয় শিশু কিশোর ও যুব কল্যাণ সংগঠন চাঁদের হাট লতব্দী শাখার দপ্তর সম্পাদক, ঝিকুট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা, সিরাজদিখান নাগরিক সমাজের প্রতিষ্ঠাতা, সিরাজদিখান প্রেসক্লাবের সাধারণ সম্পাদক (২০১৬-১৮), মুন্সিগঞ্জ-বিক্রমপুর লেখক ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি, জাতিয় সংগঠন Youth View এর প্রতিষ্ঠাতা সেক্রেটারী ও জাতীয় কবি পরিষদ মুন্সিগঞ্জের সাধারণ সম্পাদক।
২০০৬ সালে দৈনিক বাঙলাবাজার পত্রিকার হইচই বিভাগে ‘জিবন নিয়ে’ শিরোনামে একটি ছড়া প্রকাশিত হয়। পর্যায়ক্রমে দৈনিক নয়াদিগন্ত, সংগ্রাম, ইনকিলাব, সংবাদসহ বিভিন্ন জাতীয় ও স্থানীয় পত্রিকায় গল্প, ছড়া, প্রবন্ধ-নিবন্ধ, অনুবাদ বিষয়ে নিয়মিত লেখালেখি করছেন।
আজ তার জন্মদিনে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা। আরও সহস্র বছর বেঁচে থেকে যেন মহৎ কর্মগুলোকে এগিয়ে নিতে পারে সেই প্রার্থনাই করি।