নিজস্ব প্রতিবেদক : সোমবার বিকেল ৪ টার দিকে উপজেলার কয়েকটি ইউনিয়নে তিনি গণ সংযোগ করেন,এসময় উপজেলার বয়রাগাদি ইউনিয়নের পাউলিয়ার ঐতিহ্যবাহী বৈশাখী মেলায় অংশগ্রহণ করে উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী হয়ে সকলের কাছে দোয়া চেয়েছেন,এবং তিনি বলেন আমি যদি উপজেলা চেয়ারম্যান হই তাহলে সিরাজদিখানকে আধুনিক শহর হিসেবে গড়ে তুলবো,এবং বাল্যবিবাহ প্রতিরোধ করব,ও মাদক মুক্ত সিরাজদিখান গড়ে তুলবো,এ সময় উপস্থিত ছিলেন, বয়রাগাদি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম হাবিবুর রহমান সোহাগ,বয়রাগাদি ইউনিয়ন পরিষদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ শহীদ,উপজেলা পরিষদের কার্যকরী সদস্য এ এস এম শাহাদাত হোসেন,বয়রাগাদি ইউনিয়ন ৫নং ওয়ার্ডের সাবেক মেম্বার মোহাম্মদ আনু হারুন সরকার জয়নাল মিয়া,প্রমুখ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।