শক্তি ফাউন্ডেশনের উদ্যোগে ব্রেস্ট স্ক্রিনিং ক্যাম্পেইন অনুষ্ঠিত
সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:
সিরাজদিখানে শক্তি ফাউন্ডেশনের উদ্যোগে ব্রেস্ট স্ক্রিনিং ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। বিশ্বজুড়ে নারীদের ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত হওয়ার হার দিন দিন বাড়ছে। প্রচুর সংখ্যক নারী আক্রান্ত হচ্ছেন এই মরণ ব্যাধিতে। ব্রেস্ট ক্যান্সারে নারীদের মৃত্যুঝুঁকিঁ অনেক বেশী থাকে। তবে প্রাথমিক পর্যায়ে এই রোগ চিহ্নিত করে সঠিক চিকিৎসা করতে পারলে তা নিরাময় করা সম্ভব।
শক্তি ফাউন্ডেশন গত ৩৩ বছর ধরে নারী স্বাস্থ্য, নারী অধিকার ও ক্ষমতায়ন নিয়ে কাজ করে যাচ্ছে।
গত ২৪ অক্টোবর বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত বিশ্ব ব্রেস্ট ক্যান্সার সচেতনতা মাস উপলক্ষ্যে শক্তি ফাউন্ডেশনের আয়োজনে সিরাজদিখান উপজেলার রাজদিয়া এলাকায় শক্তি ফাউন্ডেশন সিরাজদিখান শাখা অফিসে প্রায় ২০০ জন নারীর স্ক্রিনিং কার্যক্রম সম্পন্ন করা হয়। বাংলাদেশ সোসাইটি ফর ব্রেস্ট ক্যান্সার স্টাডি এর সহযোগিতায় মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলায় শক্তির সকল সদস্য ও কমিউনিটি নারীদের জন্য বিনামূল্যে দিনব্যাপী একটি ব্রেস্ট স্ক্রিনিং ক্যাম্পেইন করা হয়।
পাঁচজন দক্ষ ও অভিজ্ঞ মহিলা চিকিৎসকের মাধ্যমে সেবা প্রদান ও ঔষধ বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন শক্তি ফাউন্ডেশনের ডিরেক্টর লিপি সাহা, ডেপুটি ডিরেক্টর নিলুফা বেগম, এ্যাসিস্ট্যান্ড ডিরেক্টর ফাতেমা চৌধুরী, মুন্সীগঞ্জ রিজিওনাল হেড মো. মহিদুর রহমান খান, এরিয়া সুপারভাইজার মো. ইমরান হোসেন, সিরাজদিখান শাখার ব্যবস্থাপক মো. কামরুল ইসলাম প্রমুখ।