আন নূর প্রি ক্যাডেট একাডেমির ৫ম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠন
সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ
আন নূর প্রি ক্যাডেট একাডেমির ৫ম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠন ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
(২৮) নভেম্বর) বৃহস্পতিবার সকাল ১০টায় মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার বালুচর ইউনিয়নের খাসমহল বালুচর দক্ষিণ পাড়া গ্রামে আন নূর প্রি ক্যাডেট একাডেমির আঙ্গিনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ আলমের সঞ্চালনায় বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি সাজ্জাদ নুরের সভাপতিত্বে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মোঃ সাফিয়ান, মেধাবিকাশ একাডেমি স্কুলের প্রধান শিক্ষক মোঃ ফারুক আহমেদ, ইউনুস একাডেমীর প্রধান শিক্ষক মোঃ মোহসীন, ডঃ মোঃ জমির হোসেন আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক শাহানাজ আফরোজ ,কিন্ডার গার্টেন এসোসিয়েশন অব ঢাকা (ক্যাড) এর সভাপতি আব্দুল্লাহ আল মামুন, সাংগঠনিক সম্পাদক হযরত আলী, অভিভাবক কামাল মোল্লা, মসজিদের ইমাম, বিদ্যালয়ের সকল শিক্ষক বৃন্দ, শিক্ষার্থী অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন, পরে বিদায় অনুষ্ঠানে বিদ্যালয়ের পক্ষ থেকে শিক্ষা সামগ্রী উপহার প্রদান করা হয়েছে।
অনুষ্ঠানের শেষান্তে বিদ্যালয়ে বিদায়ী শিক্ষার্থীদের ভবিষ্যত জীবনে উন্নতি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।