1. admin@atvnews24.com : admin : Ashraf Iqbal
  2. asifbadhon43@gmail.com : Asif Badhan : Asif Badhan
  3. smshorifgz@gmail.com : Shorif Gazi : Shorif Gazi
শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪, ০৬:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
সিলেটে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদ অরক্ষিত স্বাধীনতা পরাধীনতার সমান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের ইতিহাসে ওতপ্রোত জড়িয়ে আছেন: শাহজাহান সেলিম বুলবুল স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতনের ফলে ছাত্র-জনতার বিপ্লব সফল হয়েছে: অধ্যাপক মোহাম্মদ শফিক সিরাজদিখানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ন্যায্যমূল্যে পণ্য বিক্রি শুরু জুলাইয়ের গণবিপ্লবের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে: খন্দকার মুক্তাদির  প্রি-পেইড মিটার বন্ধের দাবিতে সিলেটের কলবাখানী ও উত্তর কাজীটুলা এলাকাবাসীর মানববন্ধন মুন্সীগঞ্জের মালখানগর কলেজে মিলাদ, জিপিএ ৫ প্রাপ্তদের ক্রেস্ট ও বৃত্তি প্রদান অনুষ্ঠিত ১ম বারের মতো মুন্সিগঞ্জে সুজুকির নতুন শোরুম হিসেবে যাত্রা শুরু করলো বাইকার্স চয়েজ চৌকস সেনা কর্মকর্তাদের হত্যার পরিকল্পনাকারীদের বিচার হবে: খন্দকার মুক্তাদির সিরাজদিখানে বাঁশের তৈরি গ্যালারীতে বসে খেলা দেখছেন শত শত দর্শক

সিরাজদিখানে বাঁশের তৈরি গ্যালারীতে বসে খেলা দেখছেন শত শত দর্শক

এটিভি নিউজ ২৪ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪
  • ২১৫ বার পঠিত

সিরাজদিখানে বাঁশের তৈরি গ্যালারীতে বসে খেলা দেখছেন শত শত দর্শক

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ

সিরাজদিখানে সাব্বির স্মৃতি স্মরণে কেবিএফসি ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল খেলা ২০২৪ অনুষ্ঠিত
বাঁশের উপর বাঁশ ফেলে তৈরি করা ভিন্ন ধর্মী এই গ্যালারিতে বসে খেলা দেখছেন শত শত দর্শক, বাঁশের তৈরি গ্যালারিতে বসে স্টেডিয়ামে খেলা দেখার অনুভূতি পাচ্ছেন স্থানীয়রা, প্রত্যন্ত গ্রামের মাঠে একটু আরাম করে খেলা দেখতেই এমন ব্যতিক্রম ব্যবস্থা স্থানীয়দের, একদিকে গ্রাম বাংলার ঐতিহ্য আর জনপ্রিয় খেলা ফুটবল অন্যদিকে দৃষ্টিনন্দন বাঁশের গ্যালারি, বলে এই বাঁশের তৈরি গ্যালারীতে বসে খেলা দেখতে হুমরি খেয়ে পড়েন মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার বালুচর, কুমারখালী কালিনগর সহ কয়েক গ্রামের মানুষ, বাঁশ দিয়ে তৈরি করা হলেও বেস শক্তিশালী এই গ্যালারি।

শুক্রবার বিকেল ৪ টায় সিরাজদিখান উপজেলার বালুচর ইউনিয়নের খাসমহল বালুচর খেলার মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।

প্রতিবছর ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে থাকে মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার বালুচর ইউনিয়নের, খাস মহল বালুচর ফুটবল ক্লাব (কে.বি.এফ.সি) এই বছর তার ব্যতিক্রম হয়নি,দর্শকদের বিনোদন দেওয়ার পাশাপাশি তাদের বসার ব্যবস্থা করার লক্ষে বাঁশের গ্যালারি তৈরি করা হয়েছে বলে দাবি আয়োজকদের, খেলার মাঠে এমন
গ্যালারি আকর্ষণীয় হয়ে উঠেছে সবার কাছে। শিশু-কিশোরসহ বৃদ্ধরা এসেছেন ফুটবল খেলা আর এই গ্যালারির টানে।

হুমায়ুন কবিরের সঞ্চালনায় প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন বালুচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মোহাম্মদ আওলাদ হোসেন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালুচর ইউনিয়ন বিএনপির আহবায়ক আব্দুল লতিফ, প্রধান পৃষ্ঠাপোষক সাহিদ ওমর বকূল, কাশেম মেম্বার, রাসেল মেম্বার, শহিদ বাউল, নেওয়াকত আলী মেম্বার সহ গুনীজনরা।

এই টুর্নামেন্টে কয়রাখোলা দিশারি সংঘ বনাম খাসমহল বালুচর ফুটবল ক্লাব অংশ নেয়,নির্ধারিত ৫০ মিনিটের খেলায়-০গলো হলে, পরে ট্রাইবেকারে কয়রাখোলা দিশারি সংঘ বিজয় লাভ করে,পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর