আনোয়ার হোসেন:
তীব্র অসহ্য দাবদাহে হাস ফাঁস অবস্থা রাজধানীর সাধারণ মানুষের, রাজধানীর কামরাঙ্গীরচরের মুন্সিহাটি এলাকা আজ সকাল ১০ ঘটিকায় রাস্তায় পথচারীদের মাঝে সরবত বিতরণ করা হয়, এসময় রিকসাওয়ালা ভ্যানওয়ালা সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষের মাঝে শরবত বিতরণ করেন সামাজিক সংগঠন স্বপ্নের সিঁড়ি সমাজ কল্যান সংস্থা। এইসময় সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি উম্মে সালমা, যুগ্মসচিব রাজিউদ্দিন রাজা, কার্যকরী সদস্য মো:ইমরান আহমেদ এবং সংগঠনের প্রধান উপদেষ্টা মোঃ আনোয়ার হোসেন শিপলু। এছাড়া হলিটাচ আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক মোঃ হাসিবুল ইসলাম জুয়েল উপস্থিত ছিলেন।
কামরাঙ্গীরচরের মুন্সি হাটি চৌরাস্তায় সরবত বিতরণ করা হয় এসময় বিভিন্ন পেশাজীবি ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন তীব্র অসহ্য গরমে রাস্তায় যখন পিচ উঠে যাচ্ছে ঠিক তখন প্রখর রোদের কারনে মানুষ পিপাসিত হয়ে যাচ্ছে তাই আমরা সরবতের আয়োজন করেছি।
পরিবেশ আন্দোলন মঞ্চের সভাপতি আমির হাসান মাসুদ বলেন আমরা সাধারণ মানুষের কঠিন সময়ে পার্শে আছি ও থাকবো ইনশাআল্লাহ, বনলতা নারী উন্নয়ন সংস্থার চেয়ারম্যান জনাবা ইসরাত জাহান লতা বলেন,এই অসয্য গরমে সাধারণ পথচারীদের তৃষ্ণা নিবারনের জন্য একটু এগিয়ে এসেছি তিনি আরও বলেন এরকম সময়ে সমাজের ধনাঢ্য ব্যক্তিদের ও এগিয়ে আসা উচিত।