নিজস্ব প্রতিবেদক :
মুন্সিগঞ্জের সিরাজদিখানে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে ব্যাপক গণসংযোগ করেছেন সিরাজদিখান উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও সিরাজদিখান উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আবু বকর সিদ্দিক।
সোমবার সকাল ১০ টার দিকে উপজেলার মালখানগর ইউনিয়নের তালতলা বাজারেএই গনসংযোগ করেন তিনি।
এর পর তিনি বয়রাগাদি ইউনিয়ন পরিষদে মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।
এসময় উপস্থিত ছিলেনবয়রাগাদি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান গাজী মোহাম্মদ আলাউদ্দিন, সাধারণ সম্পাদক শহীদুল্লাহ শহীদ, বয়রাগাদি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম হাবিবুর রহমান সোহাগ, লতাব্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফেজ মোঃ ফজলুল হক, বালুচর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলেকজান মুন্সী, সাধারণ সম্পাদক মোঃ আফজাল হোসেন, বালুচর ইউনিয়ন ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য বাদশা মিয়া ওসাবেক ইউপি সদস্য সানাউল্লাহ সানু, সিরাজদিখান আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি হাজী মোহাম্মদ আফজাল হোসেন, কাশেম মেম্বার, বালুচর ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক হাজী মোহাম্মদ মাহবুব হোসেন, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন নেতাকর্মীসহ স্থানীয় বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ।