সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি: আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে সিরাজদিখান উপজেলার ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী শেখ মনির হোসেন মিলন সিরাজদিখানের শেখেরনগর, রাজানগর, রাজনগর, কৃষ্ণনগর কালিনগর, চর বয়রাগাদি, তালতলা, ইছাপুরা, চম্পকদী গণমানুষের সাথে মতবিনিময় করেছেন। মঙ্গলবার (৯ এপ্রিল) দিনব্যাপী বিভিন্ন মসজিদ ও মাদরাসায় মতবিনিময়ের মাধ্যমে গণসংযোগ করেন।
গণসংযোগ শেষে তিনি আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন সচ্ছ, নিরপেক্ষ ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ন হবে এমন আশাবাদ ব্যক্ত করেন। তিনি নির্বাচিত হতে পারলে সচ্ছ নিরপেক্ষ ভাবে দায়িত্বশীলতার সাথে জনগনের সাথে মিলেমিশে কাজ করবেন বলে জানান।