1. admin@atvnews24.com : admin : Ashraf Iqbal
  2. asifbadhon43@gmail.com : Asif Badhan : Asif Badhan
  3. smshorifgz@gmail.com : Shorif Gazi : Shorif Gazi
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৯:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সিলেটে শেষ হলো দুই দিনব্যাপী হাছন উৎসব ছেলে আর ফিরবে না, তবু ভাত নিয়ে অপেক্ষায় মা… মোড়ক উন্মোচিত হলো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ইব্রাহীম নিরবের দ্বিতীয় বই “ভয়তন্ত্র” সিরাজদিখানে কুমারখালী যুব সমাজের উদ্যোগে ফুটবল প্রিমিয়ার লীগ ফাইনাল খেলা ২০২৪ অনুষ্ঠিত সিরাজদিখানে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস পালিত সিলেটের কোম্পানীগঞ্জে মোবাইল চার্জ দেওয়াকে কেন্দ্র করে মাইকে ঘোষণা করে সংঘর্ষ অন্তর্যামীর সন্ধানে সিরিয়া বিজয়ে সিরাজদিখান উপজেলার সাধারণ মুসলিম জনতার আনন্দ মিছিল খেলাধুলা শারীরিক ও মানসিক বিকাশে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে: সিলেটের জেলা প্রশাসক সিরাজদিখানে ২৮ জন এইচএসসি শিক্ষার্থীকে ঝিকুট ফাউন্ডেশনের সংবর্ধনা

সিলেটে শেষ হলো দুই দিনব্যাপী হাছন উৎসব

এটিভি নিউজ ২৪ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
  • ৬ বার পঠিত

সিলেট প্রতিনিধি:  হাছন রত্নে ভূষিত হলেন ৭ গুণী ব্যাক্তি সিলেটে শেষ হলো দুই দিনব্যাপী হাছন উৎসব,প্রয়াত মরমি কবি হাছন রাজা স্মরণে এ উৎসবের আয়োজন করেছিল হাছন রাজা লোকসাহিত্য ও সংস্কৃতি পরিষদ।

নগরীর রিকাবিবাজার এলাকার কবি নজরুল ইসলাম মিলনায়তনে গত শনিবার বেলা সাড়ে তিনটায় উৎসবের সমাপনী পর্ব অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক সৈয়দ জামিল আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট গীতিকার ও শিল্পী এবং হাছন উৎসব উদ্‌যাপন কমিটির আহ্বায়ক মো. জহিরুল ইসলাম অচিনপুরী।

বিশেষ অতিথির বক্তব্য দেন প্রবীণ শিল্পী আকরামুল ইসলাম, আবু বক্কর সিদ্দিক ও জামাল উদ্দিন হাসান, গবেষক সুমনকুমার দাশ, মোস্তফা সেলিম ও সৈয়দা আঁখি হক প্রমুখ। এ ছাড়া বক্তব্য দেন আয়োজক সংগঠনের সভাপতি আবু সালেহ আহমদ ও সাধারণ সম্পাদক সোলেমান হোসেন।

সভায় বক্তারা বলেন, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর হাছন রাজাকে সারস্বত সমাজে পরিচিত করে দিয়েছেন। তবে পরবর্তী সময়ে তাঁর গান ও জীবন নিয়ে উচ্চমানের গবেষণা কমই হয়েছে।

সমাপনী পর্বের আলোচনা শুরু হয় হাছন রাজার লেখা ‘বাউলা কে বানাইলো রে’ গানটি শিল্পীদের সমবেত কণ্ঠে পরিবেশনের মাধ্যমে। পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন জান্নাতুন নাজনীন।

সমাপনী পর্বে সাতজন বিশিষ্ট গুণীকে ‘হাছনরত্ন সম্মাননা’ পদক দেওয়া হয়। তাঁরা হলেন শিল্পী আকরামুল ইসলাম ও সেলিম চৌধুরী, নাট্যকার শাকুর মজিদ, শিল্পী উজির মিয়া (মরণোত্তর), ইয়ারুন্নেসা (মরণোত্তর), আবদুল লতিফ (মরণোত্তর) ও বিদিত লাল দাস (মরণোত্তর)।

আলোচনা সভা শেষে সাংস্কৃতিক পর্ব শুরু হয়। এতে দেশের বিশিষ্ট শিল্পীরা হাছন রাজার গান পরিবেশন করেন। এর আগে ‘হাছন রাজার স্বরূপ’ শীর্ষক ভিজুয়্যাল উপস্থাপনা করেন নাট্যকার শাকুর মজিদ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর