বাংলাদেশ ইউনাইটেড যুব ফোরামের ৪র্থ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে ইফতার মাহফিলে ঝিকুট ফাউন্ডেশনের অংশগ্রহণ
নিজস্ব প্রতিবেদক :
বাংলাদেশ ইউনাইটেড যুব ফোরামের ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে ইফতার মাহফিল অনুষ্ঠিত। মুন্সিগঞ্জের সিপাহি পাড়ায় শুক্রবার (২৯শে মার্চ) সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে জেলার প্রায় অর্ধশতাধিক সংগঠনের মানবিক সদস্যদের সমন্বয়ে একটি সম্প্রীতির ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন হয়।
বাংলাদেশ ইউনাইটেড যুব ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি
সাইফুল বিন বারীর আয়োজনে অনুষ্ঠানে ঝিকুট ফাউন্ডেশন অংশ নেয়। এসময় ঝিকুট ফাউন্ডেশন কেন্দ্রীয় পরিষদের সহ সভাপতি ফাহাদ, সাংগঠনিক সম্পাদক শাহিদুল হাসান শাওন ও ঝিকুট ফাউন্ডেশন বিক্রমপুর কুঞ্জবিহারী সরকারি কলেজ পরিষদের সদস্য সচিব মো. আরাফাত ইসলাম উপস্থিত ছিলেন।