1. admin@atvnews24.com : admin : Ashraf Iqbal
  2. asifbadhon43@gmail.com : Asif Badhan : Asif Badhan
  3. smshorifgz@gmail.com : Shorif Gazi : Shorif Gazi
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০১:০৮ অপরাহ্ন
শিরোনাম :
সিলেটে শেষ হলো দুই দিনব্যাপী হাছন উৎসব ছেলে আর ফিরবে না, তবু ভাত নিয়ে অপেক্ষায় মা… মোড়ক উন্মোচিত হলো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ইব্রাহীম নিরবের দ্বিতীয় বই “ভয়তন্ত্র” সিরাজদিখানে কুমারখালী যুব সমাজের উদ্যোগে ফুটবল প্রিমিয়ার লীগ ফাইনাল খেলা ২০২৪ অনুষ্ঠিত সিরাজদিখানে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস পালিত সিলেটের কোম্পানীগঞ্জে মোবাইল চার্জ দেওয়াকে কেন্দ্র করে মাইকে ঘোষণা করে সংঘর্ষ অন্তর্যামীর সন্ধানে সিরিয়া বিজয়ে সিরাজদিখান উপজেলার সাধারণ মুসলিম জনতার আনন্দ মিছিল খেলাধুলা শারীরিক ও মানসিক বিকাশে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে: সিলেটের জেলা প্রশাসক সিরাজদিখানে ২৮ জন এইচএসসি শিক্ষার্থীকে ঝিকুট ফাউন্ডেশনের সংবর্ধনা

তারেক রহমান নেতৃত্বে আগামীর বাংলাদেশ হবে ইনসাফের বাংলাদেশ: ব্যারিস্টার রিয়াসাদ আযিম হক আদনান

এটিভি নিউজ ২৪ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪
  • ৮৫ বার পঠিত

সিলেট ব্যুরো:
সিলেট জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক ব্যারিস্টার রিয়াসাদ আযিম হক আদনান বলেছেন, বিএনপিকে নিশ্চিন্ন করতে আওয়ামী লীগ সরকার একের পর এক মামলা, হামলা ও নির্যাতন চালিয়েছিল। কিন্তু বিএনপির তৃণমূলের নেতাকর্মীরা সকল নির্যাতন সহ্য করে দলকে ঐক্যবদ্ধ রেখেছিলেন, দল ত্যাগ করেননি। তারা ত্যাগের বিনিময়ে বিএনপিকে দল হিসেবে  টিকিয়ে রেখেছিলেন। যার ফলশ্রুতিতে বিএনপি জুলাই-আগস্ট বিপ্লবে পর্দার অন্তরালে থেকে কাজ করে ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের পতনকে ত্বরান্তিত করেছিল। তিনি বলেন, বর্তমানে স্বৈরাচার হাসিনার দোসররা সক্রিয় থেকে নানামুখী ষড়যন্ত্রের চেষ্ঠা করছি। আমারা সতর্ক না থাকলে আমাদের ভবিষ্যত প্রজন্মকে আবারো অধিকার আদায়ের জন্য রক্ত দিতে হতে পারে। তিনি বলেন, দেশনায়ক তারেক রহমান নেতৃত্বে আগামীর বাংলাদেশ হবে ইনসাফের বাংলাদেশ। এজন্য তিনি দেশনায়ক তারেক রহমানের নির্দেশনা মেনে কাজ করতে তৃণমূলের নেতাকর্মীদের আহবান জানান।

তিনি বালাগঞ্জ উপজেলা ৩নং দেওয়ান বাজার ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

গতকাল (১৫ অক্টোবর মঙ্গলবার) রাতে ইউনিয়নের স্থানীয় জামালপুর গ্রামে ৩নং দেওয়ান বাজার ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।
৩নং দেওয়ান বাজার ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি দিলু মিয়ার সভাপতিত্বে ও বালাগঞ্জ উপজেলা বিএনপি সহ দপ্তর সম্পাদক মোঃ এমদাদুর রহমান জাকির এর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বালাগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সাবেক চেয়ারম্যান লুৎফুর রহমান, সিলেট জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সহ-সভাপতি নাজমুল আলম, সিলেট জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক তোফায়েল আহমদ সোহেল, ৩নং দেওয়ান বাজার ইউনিয়ন বিএনপির সভাপতি হাফিজ আব্দুল হাদি, সাধারণ সম্পাদক আব্দুল আলম পিন্টু। কর্মীসভায় ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।-বিজ্ঞপ্তি

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর