1. admin@atvnews24.com : admin : Ashraf Iqbal
  2. asifbadhon43@gmail.com : Asif Badhan : Asif Badhan
  3. smshorifgz@gmail.com : Shorif Gazi : Shorif Gazi
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১০:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
সিলেটে শেষ হলো দুই দিনব্যাপী হাছন উৎসব ছেলে আর ফিরবে না, তবু ভাত নিয়ে অপেক্ষায় মা… মোড়ক উন্মোচিত হলো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ইব্রাহীম নিরবের দ্বিতীয় বই “ভয়তন্ত্র” সিরাজদিখানে কুমারখালী যুব সমাজের উদ্যোগে ফুটবল প্রিমিয়ার লীগ ফাইনাল খেলা ২০২৪ অনুষ্ঠিত সিরাজদিখানে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস পালিত সিলেটের কোম্পানীগঞ্জে মোবাইল চার্জ দেওয়াকে কেন্দ্র করে মাইকে ঘোষণা করে সংঘর্ষ অন্তর্যামীর সন্ধানে সিরিয়া বিজয়ে সিরাজদিখান উপজেলার সাধারণ মুসলিম জনতার আনন্দ মিছিল খেলাধুলা শারীরিক ও মানসিক বিকাশে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে: সিলেটের জেলা প্রশাসক সিরাজদিখানে ২৮ জন এইচএসসি শিক্ষার্থীকে ঝিকুট ফাউন্ডেশনের সংবর্ধনা

স্বৈরাচার হাসিনা বিরোধী আন্দোলনে প্রবাসীদের ভূমিকা ছিল অপরিসীম :এমদাদ হোসেন চৌধুরী

এটিভি নিউজ ২৪ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩৪ বার পঠিত

সিলেট ব্যুরো: সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী  বলেছেন, এদেশের ছাত্র-জনতা স্বৈরাচার হাসিনাকে হটাতে অনেক ত্যাগ স্বীকার করেছে। গত ১৬ বছরে শেখ হাসিনা সরকার মানুষকে গুম, খুন ও নির্যাতন করলেও তারা পিছু হঠেনি। বাংলাদেশে গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠিত হলে তাদের এ আত্মত্যাগ সফল হবে। বিএনপি এদেশের মানুষের আশা আকাক্ষা পূরনে কাজ করবে। তিনি বলেন, স্বৈরাচার হাসিনা বিরোধী আন্দোলনে প্রবাসীদের ভূমিকা ছিল অপরিসীম। বিদেশে তাদের সরব ভূমিকা আন্দোলনকে গতিশীল করেছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল সিলেট মহানগরের উদ্যোগে যুবদল লন্ডন মহানগর শাখার সহ-সভাপতি লায়েক মিয়ার সম্মানে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন। সোমবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় সিলেট নগরীর কাজীটুলাস্থ দলের অস্থায়ী কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাবেক ১ম যুগ্ম আহবায়ক ও সিলেট মহানগর কৃষকদলের নবনির্বাচিত সভাপতি এবং সাবেক কাউন্সিলর হুমায়ুন কবির শাহীনের সভাপতিত্বে ও সিলেট মহানগর কৃষকদলের সাধারণ সম্পাদক সোলেমান আহমদ সিদ্দীকির সঞ্চালনায় অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন যুবদলের লন্ডন মহানগর  শাখার সহ-সভাপতি লায়েক মিয়া। সভাপতির বক্তব্যে সিলেট মহানগর কৃষকদলের সভাপতি হুমায়ুন কবির শাহীন বলেন, ফ্যাসিন্ট হাসিনার পতনের আন্দোলন গত ১৭ বছর ধরে তিলেতিলে গড়ে ওঠেছে। আগামীতে বিএনপির সরকারের মাধ্যমে এদেশের কৃষক-শ্রমিক-ছাত্র-জনতা এ আন্দোলনের ফল লাভ করবে। এজন্য শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে লালন করে এদেশের কৃষক শ্রমিক জনতাকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
সভায় বক্তব্য রাখেন সিলেট মহানগর কৃষকদলের সাংগঠনিক সম্পাদক রায়হান আহমদ, সাবেক যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান, মোফাজ্জল হোসেন পিরু, জেলা কৃষকদলের সাবেক যুগ্ম আহবায়ক জহিরুল ইসলাম মখর, সদর উপজেলা শাখার আহবায়ক শহিদ আহমদ, গোলাপগঞ্জ উপজেলা শাখার সদস্য সচিব জাহাঙ্গীর আলম চৌধুরী, বিমানবন্দর থানা শাখার আহবায়ক এ কে এম শাহজাহান, সদস্য সচিব শাহ আলম, জালালাবাদ থানা শাখার সদস্য সচিব ওসমান গনি কাচন, সুলতান আহমদ চৌধুরী, নুরুল ইসলাম, তাহের আলী সুমন, ময়নুল হক স্বাধীন, খন্দকার মুমিন, মুহিত হাসান, শেখ লুৎফুর রহমান, মাহবুবুর রহমান মন্তাজ, শফিক আহমদ চৌধুরী, আকিল আহমদ, পলাশ আহমদ চৌধুরী, শেখ সুমন আহমদ, মিনহাজ উদ্দিন, আমির হোসেন, আব্দুল বাছিত, ছয়ফুল আলম, সেলিম আহমদ, নাসির আহমদ প্রমুখ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর