ব্রহ্মমুহূর্ত পরে, শারদ প্রাতে
প্রাতকালে ঘাসের আগায়
শিশিরের রেখা ধরে,
ঘন সাদা কাশফুলে সকালে,
শষ্য শ্যামলা ধরণীর বুকে মোড়া
মায়ের সবুজ রঙের নকশী চাদরখানি
ভেজা, বিন্দু বিন্দু শিশিরে।
ধরণী মায়ের বুকে শরৎকালে
দুর্গা মায়ের আগমনীর সুর,
ধরণীর বাতাসে।
অসূরের পদভারে, কম্পিত ধরাধামে
চণ্ডীর ত্রিশূলাঘাতে
ভীষণ অসূর লুণ্ঠিত ধরা মাঝে।
শুভ শক্তির জয়ে,
অশুভের পরাজয়ে
শঙ্খধ্বনি, উলুধ্বনি রবে
ধরাখানি পবিত্র হয়ে ওঠে
মায়ের চরণধূলিতে।
……গৌরীশ দাস……
ভারত, কাছাড় ( আসাম)