এটিভি নিউজ ডেস্ক : বাংলা গানের দুই জনপ্রিয় তারকা শওকত আলী ইমন ও আঁখি আলমগীর। নিজেদের মেধা, মনন আর পরিশ্রম দিয়ে সংগীতের এক অনন্য উচ্চতায় অবস্থান করছেন তারা। কাজের স্বীকৃতিস্বরূপ দুজনেই জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন।
আঁখি আলমগীরের কণ্ঠের জন্য শওকত আলী ইমনের সংগীত পরিচালনা মানেই অন্যরকম ধামাকা। ‘জল পড়ে পাতা নড়ে’, ‘বাবুজি’, ‘শ্যাম পিরিতি’ থেকে সর্বশেষ ‘রাজকুমারী’ তাদের এ গানগুলো শোনেননি- এমন শ্রোতা সম্ভবত খুব কমই পাওয়া যাবে। এ দুই তারকা কিন্তু ডুয়েট গানও করেছিলেন। সেটা ২০ বছর আগের গল্প। সিনেমার গানে কণ্ঠ মিলিয়েছিলেন তারা।