এটিভি নিউজ ডেস্ক : মিশরের কায়রোতে চ্যান্সেরি কমপ্লেক্স এবং আবাসিক ভবন নির্মাণসহ একনেক সভায় ১০ প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৭ মার্চ) একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় প্রকল্প অনুমোদন দেওয়া হয়।
কায়রোতে ভবন নির্মাণ ব্যয় ১৬৫ কোটি ৯৭ লাখ টাকা। চলতি সময় থেকে জুন ২০২৭ মেয়াদে এটা বাস্তবায়ন করা হবে।
১০টি প্রকল্পের মোট ব্যয় ৮ হাজার ৪২৫ কোটি ৫২ লাখ টাকা। এর মধ্যে সরকারি অর্থায়ন ৭ হাজার ৯৩৯ কোটি ৮৭ লাখ এবং বৈদেশিক অর্থায়ন ৪৮৫ কোটি ৬৫ লাখ টাকা।