হে দুদিনের অতিথি
ছুটেছিলে নিরীক্ষণে
ধলেশ্বরী তটিনীরে ,
রাতুলমাখা মিহিরাঙশু চুমিছিলে
প্রিয়ার সাজানো কাননটাকে।
ধলেশ্বরীও চলেছিলে অতিথির সনে,
চলেছিলে ফুলরেণু ঘন ফুলবনে,
চড়ুই পাখির হাস্য কৌতুকে
হেসেছিল ধরিত্রী, সহাস্য বদনে।
চালতা তরুপাতার সুরেলা
গুঞ্জন শুনি, ভেবেছিলো অতিথি,
কে যেনো পূরবী রাগিণী গেয়ে,
গিয়েছিল সমীরণে ভাসি,
আবার পূরবী রাগিণী দমে,
ধলীর ত্রিপথীয় সঙ্গমে।
….. গৌরীশ দাস….
ভারত,কাছাড় (আসাম)