সিলেট প্রতিনিধি-অজয় কুমার চক্রবর্তী:সিলেট ল’ কলেজ ছাত্র কল্যাণ পরিষদের উদ্যোগে মৌলভীবাজারের মাতারকাপন, জুড়িসহ বিভিন্ন এলাকায় বন্যার্ত অসহায় মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে। গত সোমবার (২৬ আগস্ট) সিলেট ল’ কলেজ ছাত্র কল্যাণ পরিষদের সভাপতি মো. জাকারিয়া আহমদ জাকিরের নির্দেশে কয়েকটি প্রতিনিধিদল বন্যায় প্লাবিক বিভিন্ন এলাকায় এ ত্রাণ বিতরণ করেন।
ত্রাণ বিতরণ যাত্রার পূর্বে এক আলোচনা সভায় সিলেট ল’ কলেজ ছাত্র কল্যাণ পরিষদের সভাপতি মো. জাকারিয়া আহমদ জাকির বলেন, দেশের যেকোন দুর্যোগময় সময়ে সিলেট ল’ কলেজ ছাত্র কল্যাণ পরিষদ সবসময় অসহায় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় মৌলভীবাজারের বন্যা কবলিত অসহায় মানুষের মাঝে খাদ্য ও ত্রাণ সামগ্রী বিতরণ করা হচ্ছে। তিনি সমাজের বিত্তবান ও সংগঠনকে বন্যার্ত মানুষের পাশে দাড়ানোর জন্য আহবান জানান।
ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন- সিলেট ল’ কলেজ ছাত্র কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক মেহরাজ চৌধুরী মিনহাজ, রায়হান আহমদ, কামরুল হাসান, তোফায়েল খান, ইকবাল হোসেন, তোফায়েল আহমদ, রাসেল মাহমুদ জিসান, ধর্ম সম্পাদক কামরুল হাসান, সামি আহমদ, তারেক আহমদ, তুফায়েল আহমদ প্রমুখ।