1. admin@atvnews24.com : admin : Ashraf Iqbal
  2. asifbadhon43@gmail.com : Asif Badhan : Asif Badhan
  3. smshorifgz@gmail.com : Shorif Gazi : Shorif Gazi
শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ১১:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
তারেক রহমান নেতৃত্বে আগামীর বাংলাদেশ হবে ইনসাফের বাংলাদেশ: ব্যারিস্টার রিয়াসাদ আযিম হক আদনান সিলেট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতদের মাঝে জামায়াতের আর্থিক সহযোগিতা প্রদান মুন্সিগঞ্জ ডিসি পার্কে জিয়া সাইবার ফোর্সের পরিচিতি সভা। “দেয়া নেয়া” সিরাজদিখানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ-আহতদের আর্থিক অনুদান ও দোয়া অনুষ্ঠান সিরাজদিখানে স্বরাষ্ট্র উপদেষ্টার পূজা মণ্ডপ পরিদর্শন ভ্রমণ শেষে প্রাইভেটকার খাদে পড়ে শেরপুরের একই পরিবারের ৪ জন নিহত সিরাজদিখানে ড. মাহমুদুর রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা ও রায় প্রত্যাহারের দাবিতে মানববন্ধ সিলেটে সাহিত্য কর্মশালা করেছে সাহিত্য ডটকম আসন্ন দূর্গা পূজায় শৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষায় সিরাজদিখান ছাত্র সমাজের মতবিনিময়

সিলেট মোহামেডান স্পোর্টিং ক্লাবের সাধারণ সভা উপমহাদেশের ক্রীড়াঙ্গনে মোহামেডান স্পোর্টিং ক্লাবের গৌরবোজ্জ্বল ভূমিকা রয়েছে: দানবীর ড. রাগীব আলী

এটিভি নিউজ ২৪ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪
  • ১২ বার পঠিত

সিলেট ব্যুরো: সিলেট মোহামেডান স্পোর্টিং ক্লাবের সভাপতি, রাগীব রাবেয়া মেডিকেল কলেজ ও লিডিং ইউনিভার্সিটিসহ দেশের অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, উপমহাদেশের প্রখ্যাত দানবীর ড. রাগীব আলী বলেছেন, উপমহাদেশের ক্রীড়াঙ্গনে মোহামেডান স্পোর্টিং ক্লাবের গৌরবোজ্জ্বল ভূমিকা রয়েছে। তিনি সিলেট মোহামেডান স্পোর্টিং ক্লাবকে নতুন করে ঢেলে সাজাতে সকলকে এগিয়ে আসার আহবান জানান। তিনি সাধারণ সভায় সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের জন্য তরুণ প্রজন্মকে ধন্যবাদ জানান।
শুক্রবার (৪ অক্টোবর) সন্ধ্যায় রিকাবিবাজার মোহামেডান স্পোর্টিং ক্লাবের নিজস্ব অফিস রাগীব রাবেয়া ভবনে ক্লাবের সাধারণ সভায় সভাপতির বক্তব্যে দানবীর ড. রাগীব আলী একথা বলেন।
সিলেট মোহামেডান স্পোর্টিং ক্লাবের প্রচার সম্পাদক বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক জাবেদ আহমদ এর পরিচালনায় সাধারণ সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন ক্লাবের নবাগত সদস্য বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক মোহাম্মদ আলী আকতার।
ক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দেওয়ান তৌফিক মজিদ লায়েক এর স্বাগত বক্তব্যের মাধ্যমে সূচিত সাধারণ সভায় বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি দৈনিক কাজিরবাজার পত্রিকার সম্পাদক বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবি রোটারিয়ান আফছর উদ্দিন, সহ-সভাপতি মোঃ ছিদ্দিকুর রহমান, এখলাছ হোসেন, প্রবাসী সাংবাদিক নজরুল ইসলাম বাসন, সাবেক কৃতি ক্রিকেটার ক্লাবের নবাগত সদস্য মোস্তফা কামাল পাশা মওদুদ।
সভায় বক্তব্যকালে ক্লাবের সিনিয়র সহ-সভাপতি মোঃ আফছর উদ্দিন দেশের শিক্ষা, স্বাস্থ্য ও ক্রীড়াঙ্গনে দানবীর ড. রাগীব আলীর ভূমিকার প্রশংসা করেন। সভার শুরুতে মোহামেডান স্পোর্টিং ক্লাবেরসহ ক্রীড়াঙ্গনের প্রয়াতদের আত্মার মাগফেরাত কামনা এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতের রুহের মাগফেরাত কামনা ও আহতদের সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
সভায় গৃহীত এক প্রস্তাবে সিলেট মোহামেডান স্পোর্টিং ক্লাবের নবাগত সদস্য হতে আগ্রহীদের আগামী এক সপ্তাহের মধ্যে এক হাজার টাকা ফিসহ সদস্যপদ পূরণ করে ক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দেওয়ান তৌফিক মজিদ লায়েক (০১৭১১ ৩৩৪৬৪০) এর নিকট জমা দেয়ার জন্য অনুরোধ করা হয়। সদস্যপদের তালিকা চূড়ান্ত করে পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য ক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দেওয়ান তৌফিক মজিদ লায়েক ও প্রচার সম্পাদক জাবেদ আহমদ কে সভাপতির সাথে দেখা করার জন্য সভায় সিদ্ধান্ত গৃহীত হয়। সাধারণ সভার শুরুতে ক্লাবের সহসভানেত্রী মহীয়সী নারী রাবেয়া খাতুন চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি বিমলেন্দু দে নান্টু, সহ-সভাপতি মোঃ আমিনুর রশীদ চুনু, মোঃ মোশাররফ হোসেন, মোঃ ফজল হোসেন এর মৃত্যুতে শোক প্রস্তাব গৃহীত হয়। একই সাথে বৈষম্য বিরোধী ছাত্র  আন্দোলনে নিহত শহীদদের রুহের মাগফিরাত কামনা ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। সাধারণ সভায় ক্লাবের অর্ধ শতাধিক পুরাতন ও নতুন সদস্য উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর