সিলেট ব্যুরোচীফ-শরীফ গাজী : সিলেট জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি তোফায়েল আহমদের মুক্তির দাবীতে বুধবার (০৪ সেপ্টেম্বর) সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের উদ্যোগে নগরীর শেখঘাটস্থ জিতু মিয়ার পয়েন্টে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সিলেট মহানগর ছাত্রদলের সভাপতি সুদীপ জ্যোতি এষ’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফজলে রাব্বী আহসানের পরিচালনায় মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির যুগ্ম সম্পাদক তাজুরুল ইসলাম তাজুল, যুগ্ম সম্পাদক ও দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কোহিনুর আহমদ, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল, জেলা যুবদল সভাপতি এডভোকেট মোমিনুল ইসলাম মোমিন, জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক অর্জুন ঘোষ, মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা সম্রাট হোসেন, ১১নং ওয়ার্ড বিএনপির সভাপতি কবির হোসেন, সাধারণ সম্পাদক মমতাজ আহমদ, ১২নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক দেওয়ান আরাফাত জাকি, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্য খিজির হোসেন এনু, বেলায়েত হোসেন মোহন, শফিকুর রহমান শফিক, যুবদল নেতা এমদাদুল হক স্বপন, উসমান গণি, মারুফ আহমদ টিপু, জিএম বাপ্পী, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনার, আব্দুস সালাম টিপু, মহানগর ছাত্রদলের সহ-সভাপতি আব্দুল করিম জোনাক, জেলা ছাত্রদলের সহ-সভাপতি শিহাব খান, সহ-সভাপতি মাশরুর রাসেল, কৃষ্ণ ঘোষ, সহ-সভাপতি এনামুল কবির চৌধুরী সুহেল, মহানগর ছাত্রদলের ১ম যুগ্ম সম্পাদক হোসেন আহমদ, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক শরিফ উদ্দিন, মহানগর ছাত্রদলের যুগ্ম সম্পাদক ফাহিম আহমদ মৌসুম, মিজানুর রহমান মিজান, এনামুল হক, জাবেদ আহমদ মুহিত, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আব্দুল মোমিন লস্কর, ডালিম চৌধুরী, যুগ্ম সম্পাদক ইমদাদুল হক ইমু, মহানগর ছাত্রদলের যুগ্ম সম্পাদক আজহার আলী অনিক, মুর্শেদ আহমদ, রোমন আহমদ, মহানগর ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক আবুল হোসেন, বিপুল হোসেন, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আব্দুল মোতাকাবিবর সাকি, মহানগর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রুবেল ইসলাম, এমসি কলেজ ছাত্রদলের আহবায়ক সেলিম আহমদ সাগর, সরকারী কলেজ ছাত্রদলের আহবায়ক তানভীর অঅহমদ, মদন মোহন কলেজ ছাত্রদলের আহবায়ক আফজল হোসেন, সদস্য সচিব জহিরুল ইসলাম আলাল, যুগ্ম আহবায়ক কামরান উদ্দিন অপু, ১০নং ওয়ার্ড ছাত্রদলের আহবায়ক সোহেল আহমদ, ১২নং ওয়ার্ড ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুক আহমদ টিপু প্রমুখ।
বক্তারা বলেন, দীর্ঘ দিনযাবত মিথ্যা ও বানোয়াট মামলা কারা বরণ করছেন সিলেটের জনপ্রিয় ছাত্রনেতা তোফায়েল আহমদ। যে মামলায় তিনি কারা বরণ করছেন সেই মামলার বিবরণীতে যে ঘটনার তারিখ ও সময় দেওয়া হয়েছে সেই সময় ছাত্রনেতা তোফায়েল জরুরি কাজে ভারতে ছিলেন। অথচ সেই মামলায় আসামী হয়ে দীর্ঘ দিনযাবত কারাগারে রয়েছেন ছাত্রদল নেতা তোফায়েল আহমদ। যদি অবিলম্বে ছাত্রদল নেতা তোফায়েল আহমদকে মুক্তি না দেওয়া হয় তা হলে সিলেট ছাত্রদলের নেতাকর্মী আরো কঠোর আন্দোলন সংগ্রামের দিকে অগ্রসর হতে বাধ্য হবে।-বিজ্ঞপ্তি