নিজস্ব প্রতিনিধি: জাতীয় সাহিত্য সংগঠন,কাব্যকথা সাহিত্য পরিষদ কুমিল্লা জেলা শাখার আয়োজনে, ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের চেতনা কুমিল্লা সাহিত্য উৎসব অনুষ্ঠিত।
কুমিল্লা ধর্মসাগরপাড়,নজরুল ইনস্টিটিউটে ৬ জুলাই, শনিবার বিকেল ৪টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত।
দেশ-বিদেশের শতাধীক লেখক কবিদের উপস্থিতিতে এ উৎসব অনুষ্ঠিত হয়। কাব্যকথা সাহিত্য পরিষদ কুমিল্লা জেলা শাখার সভাপতি কবি আবদুল কাইয়ূমের সভাপতিত্বে, উৎসব মূখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে কুমিল্লা সাহিত্য উৎসব। সংগঠনের প্রতিষ্ঠাতা কেন্দ্রীয় নির্বাহী সভাপতি পুথিঁসম্রাট খ্যাত কবি জালাল খান ইউসুফীর ‘কুমিল্লা বিলাস’ পুঁথিপাঠের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হলেও আনুষ্ঠানিক ভাবে কুমিল্লা সাহিত্য উৎসব শুভ উদ্বোধন করেন সংগঠনের সাবেক সভাপতি কেন্দ্রীয় উপদেষ্টা কলামিস্ট মীর আব্দুল আলিম।
প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত থাকতে না পারলেও মোবাইলের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জাতীয় সংসদের সংরক্ষিত আসনের সংসদ সদস্য এ্যারমা দত্ত ।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, বিজ্ঞান কবিতা আন্দোলনের সভাপতি বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অধ্যাপক শান্তি রঞ্জন ভৌমিক। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা ছড়াশিল্পী নূরুদ্দীন শেখ, সিনিয়র সহসভাপতি কবি ডা: আতিয়ার রহমান, কেন্দ্রীয় সহসভাপতি কবি আরেফিন রব, মুন্সিগঞ্জ জেলা সভাপতি কবি যাকির সাইদ, আবৃত্তিজন ও ক্রীড়া ব্যক্তিত্ব বদরুল হুদা জেনু, সংস্কৃতিজন এ্যাড. শহিদুল হক স্বপন, বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন কুমিল্ল, যুগ্ম সাধারণ সম্পাদক আরিফ জামান। আমন্ত্রিত অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত থেকে কথা ও কবিতা পাঠ করে অনুষ্ঠান মাতিয়েছেন- অধ্যাপক কবি আব্দুর রাজ্জাক, কেন্দ্রীয় সহসভাপতি অধ্যাপক আ.ফ.ম আফজাল হাসান, বঙ্গবন্ধু গবেষক অধ্যা: এস.এম শামীম খান, কেন্দ্রীয় সহসাধারণ সম্পাদক, সাংবাদিক ও কবি মোহাম্মদ বাদশা গাজী, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক কবি শিবির আহমেদ লিটন, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কবি শফিকুল ইসলাম আরজু, সিভিলিয়ান আর্মি অফিসার কবি এইচ এম ফারুক, পশ্চিমবঙ্গ, ভারতের কবি লোকশিল্পী সোমনাথ চক্রবর্ত্তী সুমন, কবি সৈয়দা মেহেরুন নেছা, কবি দেলোয়ার হোসেন রাতুল, কবি লোকমান হোসেন পলা, গবেষক আব্দুল মালিক, কুমিল্লা কাসাপের সাংগঠনিক সম্পাদক কবি শাকিল রহমান চৌধুরী, কুমিল্লা কাসাপের সহসাধারণ সম্পাদক এ্যাড. মুর্শিদা আক্তার মুন্নি প্রমূখ। বিভিন্ন ক্যাটাগরিতে কুমিল্লা সাহিত্য সম্মাননা পেয়েছেন, কথাসাহিত্যিক দিলারা আলম হাফিজ, উপন্যাসিক আ,ফ.ম. আফজাল হাসান, শিশুসাহিত্যিক জাকির হোসেন কামাল, পশ্চিমবঙ্গ ভারতের লোকশিল্পী সোমনাথ চক্রবর্ত্তী সুমন, কবি মামুন কবির চৌধুরী, সংগঠক এ্যাড. দিলীপ চন্দ, আদর্শ শিক্ষক কাজী ফেরদৌসী।
স্বাগত বক্তব্য রাখেন জেলা শাখার সাধারণ সম্পাদক কবি বিলাস চৌধুরী, শুভেচ্ছা বক্তব্য রাখেন, কুমিল্লা কাসাপের সহসভাপতি আজাদ সরকার লিটন, কুমিল্লা কাসাপের আইন বিষয়ক সম্পাদক এ্যাড. জাফর আলী, কুমিল্লা কাসাপের সহসভাপতি কবি জামাল উদ্দিন দামাল, সম্পাদক সমতটের কাগজ। সংগীত পরিবেশন করেন গীতিকার সুরকার কণ্ঠশিল্পী কবি ঢালী মোহাম্মদ দেলোয়ার, শিল্পী নূপুর কাওসারী টুম্পা, শিল্পী মোহাম্মদ মনির হোসেন, কবি আঞ্জুমান আরা শিউলী, নৃত্য পরিবেশন করে কুমিল্লা খেলাঘর আসরের ছোট বন্ধুরা। অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে পারফরমেন্সের পর পর জেলা শাখার পক্ষ থেকে শিশুশিল্পীদের কলম ও ঢাকার সৃজনশীল প্রকাশনা সংস্থা ‘কাব্যকথা’র পক্ষ থেকে বই উপহার দেয়া হয়। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন অনুষ্ঠানের সমন্বয়ক কবি শিপন হোসেন মানব।
প্রেসবিজ্ঞপ্তি