নি:শব্দে একাকী কোন এক
ফ্ল্যাটের জানালার পাশে বসে
শুধু ভাবি আর ভাবি,
তবে কি জীবন চলবেই একাকী!
যদিও, বর্ণময় জীবনের
বর্ণীল স্বপ্নগুলো এখনও
তাড়া করে বেড়ায় আকাশে,
সোনালী মেঘের কোলে
উকি দেয়া সূর্যকিরণের মতো।
কবে যে হারিয়ে গেলো
রোদমাখা বৃষ্টির পরে
আনন্দে উদ্ভাসিত ছেলেবেলার
মনানন্দের স্মৃতিগুলো।
শুধু বসে আছি স্মৃতিকথার রোমন্থনে একান্তে,
বেলা শেষের সন্ধানে।
......গৌরীশ দাস.....
ভারত,কাছাড় (আসাম)