সিলেট ব্যুরোচীফ: পর্যটন শিল্পের উন্নয়নের জন্য সরকার আন্তরিক।বাংলাদেশে ২০৪১ সালে পঞ্চান্ন লক্ষ বিদেশি পর্যটক ভ্রমণ করার লক্ষে কাজ করছে, বাংলাদেশ ট্যুরিজম বোর্ড । এছাড়া সিলেট বিভাগের সবগুলো জেলায় পর্যটন স্পটের ৫টি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এ বছরে এসব প্রকল্পের কাজ শুরু হবে বলে আশা প্রকাশ করেছেন, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত সচিব) আবু তাহের মুহাম্মদ জাবের।
আজ শনিবার সকালে, সিলেট মহানগরীর ইলেক্ট্রিক সাপ্লাই রোডস্থ, একটি অভিজাত হোটেলের সভাকক্ষে।"পর্যটন শিল্পের বর্তমান অবস্থা ও আমাদের করণীয় " শীর্ষক সেমিনারে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।
সেমিনারে আরোও উপস্থিত ছিলেন, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের, উপপরিচালক (পরিকল্পনা ও গবেষণা) মো: মাজহারুল ইসলাম।
বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের হিসাবরক্ষণ কর্মকর্তা কাবিল মিঞা।
সেমিনারে আরো বক্তব্য রাখেন, টিডাবের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান বিশিষ্ট পর্যটক লেখক খতিবুর রহমান জামাল, বিশিষ্ট সাংবাদিক ও ভ্রর্মণ বিষয়ক লেখক মিলু কাশেম। দৈনিক সুদিন এর সম্পাদক ও প্রকাশক কবি মোহাম্মদ বাদশা গাজী। টিডাবের পরিচালক, মোহাম্মদ মুক্তার উদ্দিন,সাবেক পরিচালক টিডাব হিফজুর রহমান খান, টিডাবের সদস্য মো: জুসেফ আলি। সিলেট ট্যুরিস্ট ক্লাবের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম সাদী, ট্যুর অপারেটর এসোসিয়েশন সিলেটের সাধারণ সম্পাদক আব্দুল আহাদ, জামিল ট্যুর এন্ড ট্রেডের পরিচালক আব্দুল বাসিত প্রমুখ