সিলেট ব্যুরোচীফ-শরীফ গাজী : ফ্যাসিস্ট শেখ হাসিনার রেজিমের সময় আওয়ামীলীগ ও সরকারি বাহিনী হাতে হত্যাকাণ্ড ও নির্যাতনের ঘটনায় দায়েরকৃত মামলা সমূহে কোন নিরীহ কর্মকর্তা ও ব্যাক্তিকে আসামী এবং হয়রানি না করার আহবান জানিয়েছেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী।
সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জেলা বিএনপির নেতৃবৃন্দ বলেন, যারা বিরোধী দলের নেতাকর্মীদের উপর বর্বর নির্যাতন ও হত্যাকাণ্ড চালিয়েছে তাদের বিচার অবশ্যই হবে। তবে আমাদের মনে রাখতে হবে যে, কোন অবস্থাতেই যেন কোন নির্দোষ ব্যক্তি ক্ষতিগ্রস্ত বা হয়রানির শিকার না হয়।সিলেট জেলা বিএনপির পক্ষ থেকে কঠোর নির্দেশনা হচ্ছে, কোন অবস্থাতেই ব্যক্তিগত প্রতিহিংসার কারনে কাউকে আসামী করা যাবেনা। যদি এই ধরনের কোন প্রমান পাওয়া যায় তবে সিলেট জেলা বিএনপি সংশ্লিষ্ট দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে।