চোখ দুটো টলমল
শুধু বিছানায় মগ্ন হতে চায়
যদিওবা, নিশিভোর হতে ক্ষণিক বাকি |
মানুষ আশা-নিরাশারে
আঁকড়ে ধরে বাঁচে
শুধু ওই মানব খ্যাতির তোরে,
যদিও, মৃত্যু শেষে সঙ্গে যশ খ্যাতি
নিতে নারে।
কেউ জন্মের পরেই
বিছানায় চিরসজ্জায়,
আবার কেউ মধ্যবেলায়-
কেউ বার্ধক্য বেলায়।
চির নিদৃত কেউ আর
ফিরে আসে না ঘরে।
তবু বাঁচিবার আশা ছারিতে নাড়ে।
নিদ্রাই মানুষের জীবনের
শেষ জয় গান,বার্ধক্য বেলায়।
নিশিভোর আর কি হবে
চির নিদ্রা শেষে?