সাগর জলে প্লাবন বহে
আপন খুশিতে,
থেমে যেতে যেতে,
নিস্তব্ধ সন্ধ্যা রাতে
মনে হয় শান্ত জলে
চন্দ্র প্রতিবিম্বে সৌদামিনী চমকে,
প্রতি নয়নের কোনে।
জেলেরা সব প্লাবনের পরে
নৌকো নিয়ে
নিরাপদে ঘরে ফিরে,
পুত্র, কন্যা, গৃহিণী সঙ্গে
দিন কাটাতে আনন্দেতে।
এই ঢেউ শুধু, নয় ধ্বংসিবারে,
কতো শতো মনি-মুক্তো
দিয়ে যায় মানবেরে।
জলোচ্ছ্বাসেও ধ্বংস আসে,
শান্ত রূপ ধ্বংস শেষে,
মানবজীবনেও ওঠে
জীবন সূর্য, ধ্বংস শেষে।
...গৌরীশ দাস...
কাছাড়,আসাম ( ভারত)