সিলেট ব্যুরো: ট্যুরিজম ডেভেলপার'স এসোসিয়েশন অব বাংলাদেশ ( টিডাব) এর ভাইস চেয়ারম্যান, হিলভিউ ট্যুরিজম এর প্রধান নির্বাহী, পর্যটন লেখক ও গবেষক মোহাম্মদ খতিবুর রহমান এক সংক্ষিপ্ত সফরে যুক্তরাজ্য ও তুরস্ক যাচ্ছেন মঙ্গলবার।
তাঁর এই সংক্ষিপ্ত সফরসুচীতে রয়েছে যুক্তরাজ্যে বসবাসরত কমিউনিটি নেতৃবৃন্দের সাথে সাক্ষাৎ , পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সাথে দেশের পর্যটন শিল্পের উন্নয়ন ও বিনিয়োগ নিয়ে মতবিনিময় এবং কয়েকটি টেলিভিশন চ্যানেলে বাংলাদেশের পর্যটন শিল্পের বিকাশ ও অর্থনৈতিক অগ্রগতি, সম্ভাবনা ও সমস্যা ইত্যাদি সার্বিক বিষয় নিয়ে আলোচনায় অংশগ্রহণ করবেন। যুক্তরাজ্যের সংক্ষিপ্ত সফর শেষে তিনি তুরস্কের রাজধানী ইস্তাম্বুলের উদ্দেশ্যে রওয়ানা হবেন। সেখানে তিনি International Conference on Halal tourism & Islamic Tourism (ICHTIT-25) এর আয়োজকদের সাথে সাক্ষাৎ ও মতবিনিময় করবেন। আগামী বছরের ১১ ও ১২ জানুয়ারি তুরস্কের রাজধানী ইস্তাম্বুলে এই কনফারেন্স অনুষ্ঠিত হবে।