সিলেট প্রতিনিধি : জাতীয় শিশু কিশোর সংগঠন অংকুর সিলেট এর উদ্যোগে গত বুধবার (২৭ মার্চ) ১৬ রমজান সিলেট নগরীর জিন্দাবাজারস্থ খান অডিটোরিয়ামে রামাদান সেশন অনুষ্ঠিত হয়েছে।
অংকুর সিলেটের পরিচালক খসরুল আলমের সভাপতিত্বে এবং নির্বাহী পরিচালক শফি উদ্দিন শাফীর সঞ্চালনায় উক্ত মহতী অনুষ্ঠানে দারসুল কুরআন পেশ করেন আর-রাশাদ ইসলামিক ইনস্টিটিউটের পরিচালক হাফিজ মাওলানা সাদিকুর রহমান। শিশু-কিশোরদের জীবন গঠনে মাহে রমজানের ভূমিকা শীর্ষক আলোচনা পেশ করেন স্বপ্নঘুড়ি ফাউন্ডেশন এর চেয়ারম্যান ও অংকুরের উপদেষ্টা কে এম আব্দুল্লাহ আল মামুন।
রমাদান সেশনে শিক্ষার্থীদের অংশগ্রহণে কোরআন তেলাওয়াত, ইসলামী সংগীত ও কবিতা আবৃত্তি বিষয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন দারুন নাজাত মডেল মাদ্রাসা সিলেটের সহ শিক্ষা সচিব মাওলানা তাহির আব্দুল্লাহ, ইংলিশ মিডিয়াম স্কুল রাইজ এর শিক্ষক এবং অংকুর সিলেট এর সহ পরিচালক ইউসুফ বিন আকিল, জনতা ব্যাংক এর কর্মকর্তা মোঃ শাহিন।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট ছড়াকার ডা: ফয়জুল হক, দ্য লুমিনাস স্কুল এর অধ্যক্ষ মোঃ সাইফুর রহমান।
এতে অন্যানের মধ্যে অংকুর সিলেটের সদস্য কাজী আলী হোসেন সামি, মোহাম্মদ নাহিদ ও জীবান উপস্থিত ছিলেন।