---মামুন গাজী----
তোমার বদলে যাওয়া
আমার হৃদয় পুড়ায় তাতে কি
এমন পুড়িয়ে সোনা খাঁটি হয়
তোমার ছলনা ছিল তাতে কি
এই ছলনায় তুমি হয়েছো ছলনাময়ী
আমি হয়েছি পরিনত মৃন্ময় বলিয়ান
তুমি না হয় কষ্ঠ দিয়েছো
করেছো আমায় ম্লান
তাতে কি আমি হয়েছি নশ্বর অম্লান
দুঃখ শুধু একটাই
তুমি আমার ভালোবাসার মুল্য বুঝতে পারো নাই।