এই তো, সবেমাত্র বাল্যকাল,
কৈশোর সমাপনান্তে যৌবনকাল,
শুধু তুমি পাশে নেই।
আজ স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় পড়ে সাফল্যের দোরগোড়ায়—–
অথচ তুমি পাশে নেই।
গাড়ি-বাড়ী, মান-সম্মান
সবই হাতের মুঠোয়,
এখন আর সে সব তুচ্ছ,
যখন তুমি পাশে নেই।
তোমাকে না পাওয়ার বেদনায়
পাথর হয়ে বেঁচে থাকবো
তোমারই একরাশ স্মৃতি বুকে নিয়ে
যদিওবা তুমি পাশে নেই।
…..গৌরীশ দাস….
ভারত,কাছাড় (আসাম)