বিনোদন প্রতিনিধি-শরীফ গাজী: গান কিংবা কবিতা ও গল্পের বই অবসর কিংবা কাজের ব্যস্ততার মধ্যে গান শুনলেই মনে প্রশান্তি অনুভব করেন অনেকই।গান যেমন মনকে উদ্বেলিত করতে পারে আবার মনকে নিরানন্দেও ভরিয়ে দেয় কখনো কখনো- তাই মানুষের মন ও আবেগের ওপর গানের প্রভাব অনেক বেশি বললেই চলে।
সিলেটের জনপ্রিয় শিল্পী তসিবা, গান নিয় এবারে ঈদে নতুন করে চমক দেখাবেন। গান'টি হলো "ঈদের চাঁদ" এ শিরোনামের গানটির মিউজিক ভিডিওর থাকছে এবারে ঈদে নতুন করে চমক।
গীতিকার, আশরাফুল হক তুরণের লেখা, গানটিতে কন্ঠ দিয়েছেন সিলেটের শিল্পী তসিবা, এবং সুর করছেন আভী আকাশ।
সংগীত পরিচালনা রয়েছেন সুনামধন্য সংগীত পরিচালক মুশফিক লিটু।
তবে গানটি শীঘ্রই এবারে ঈদে AK MUSIC BANGLA ইউটিউব চ্যানেলে দেখতে পাবেন।