সিলেট ব্যুরো:সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বলেছেন, বাংলাদেশকে নিয়ে নতুন ষড়যন্ত্র শুরু হয়েছে। আওয়ামী লীগের জন্য বিগত দিনে আমরা ভারতের বিরুদ্ধে কোনো প্রতিবাদ করতে পারিনি। ফেলানীর লাশ ঝুলিয়ে রেখেছে, আমরা প্রতিবাদ করেও কোনো বিচার পাইনি। আমি জোর গলায় বলতে পারি-আওয়ামী লীগ কখনো মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি ছিলো না। আওয়ামী লীগ কোনোদিনই মুক্তিযুদ্ধ চায়নি।
তিনি শনিবার (২৮ সেপ্টেম্বর) সড়ক দূর্ঘটনায় আহত ২৫ নং ওয়ার্ড বিএনপির নির্বাহী কমিটির সদস্য জালাল আহমদের চিকিৎসার খোঁজ খবর নিতে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে যান এসময় উপরোক্ত কথাগুলো বলেন।
উপস্থিত ছিলেলেন ১১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি শেখ কবির আহমদ, ১০ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল হাকিম, ২৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. বাচ্চু মিয়া, ১০ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সাব্বির আহমদ, ২৪ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ রহিম আলী রাশু, ৩ নং ওয়ার্ড বিএনপির সাধারণ রাজিব কুমার দেব, ২৫ নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ সভাপতি নসিবুর রহমান বেলাল, ২৫ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সুলেমান আহমেদ সুমন, সেলিম আহমদ মাহমুদ, আক্তার হোসেন প্রমুখ। বিজ্ঞপ্তি